ভুল চিকিৎসার বিচারে পৃথক আদালতের দাবি

পপুলার২৪নিউজ ডেস্ক:

চিকিৎসায় অবহেলায় অভিযোগের তদন্তে এ বার পৃথক ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের দাবি উঠল ভারতে৷ আর এ দাবি করেছে ভারতের প্রবাসী ডাক্তার কুণাল সাহার সংগঠন।

২৮ মে ‘রোগী দিবসে’ এ দাবি করেছে ভারতের সংগঠন পিপল ফর বেটার ট্রিটমেন্ট (পিবিটি)৷ এই দাবির ভিত্তিতে পিবিটির তরফে ভারতের ন্যাশনাল কনজিউমার ফোরামের প্রেসিডেন্টকে স্মারকলিপিও পেশ করা হয়েছে৷

চিকিৎসায় অবহেলার অভিযোগের বিভিন্ন ঘটনায় যাতে যথাযথ বিচার পাওয়া যায়, তার জন্য বহু বছর ধরে সহায়তা করে চলেছে অনাবাসী ভারতীয় ডাক্তার কুণাল সাহার সংগঠন পিবিটি৷ রবিবার, ২৮ মে কলকাতা প্রেস ক্লাবে ‘রোগী দিবসে’ পিবিটির তরফে জানানো হয়েছে, চিকিৎসায় অবহেলার বিভিন্ন ঘটনায় যথাযথ বিচারও মিলছে৷ কিন্তু, তা সত্ত্বেও পশ্চিমবঙ্গ এবং দেশের বিভিন্ন প্রান্তে চিকিৎসায় অবহেলায় প্রতিদিন অসংখ্য অসহায় রোগীর মৃত্যু হচ্ছে৷ বিভিন্ন ক্ষেত্রে অভিযুক্ত ডাক্তারকে রক্ষার জন্য চেষ্টা করছে সংশ্লিষ্ট রাজ্যের মেডিক্যাল কাউন্সিল৷

শুধুমাত্র তাই নয়৷ ডাক্তার কুণাল সাহা জানিয়েছেন, চিকিৎসায় অবহেলায় জরিমানার বিষয়টি নিষ্পত্তির ক্ষেত্রে বিভিন্ন কনজিউমার কোর্টে বছরের পর বছর সময়ও লেগে যাচ্ছে৷ এই ধরনের পরিস্থিতিতে যাতে কনজিউমার প্রোটেকশন অ্যাক্টে সংশোধন আনা হয়, তার জন্য ন্যাশনাল কনজিউমার ফোরামের প্রেসিডেন্টকে স্মারকলিপিতে আর্জি জানানো হয়েছে৷ এই সংশোধনের মাধ্যমে দেশের রোগীদের স্বার্থে যাতে চিকিৎসায় অবহেলা সংক্রান্ত যাবতীয় মামলার নিষ্পত্তির জন্য পৃথক ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করা হয়, তার জন্য ওই স্মারকলিপিতে আর্জি জানানো হয়েছে৷

চিকিৎসায় অবহেলায় ডাক্তার কুণাল সাহার স্ত্রী অনুরাধা সাহার মৃত্যুর দিনটিকে স্মরণে রেখে প্রতি বছর ২৮ মে ‘রোগী দিবস’ পালন করে পিবিটি৷ কলকাতা প্রেস ক্লাবে এ দিনের অনুষ্ঠানে চিকিৎসায় অবহেলার শিকার বহু রোগী এবং তাঁদের পরিজনরা অংশগ্রহণ করেছেন৷

পূর্ববর্তী নিবন্ধবনানীতে দুই ছাত্রী ধর্ষণ মামলার তদন্ত প্রতিবেদন পেছাল
পরবর্তী নিবন্ধ‘আমাদের মেয়ে ৯ বছর ধরে আটকে আছে পাকিস্তানে’