সাফ অনূর্ধ্ব ১৮ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে গোল দুটি করেন জাফর ইকবাল।
প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। তবে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল দুই দলেরই। তবে তা কাজে লাগাতে পারেনি ভুটান ও বাংলাদেশের খেলোয়াড়রা।
ম্যাচের ২৪ মিনিটে মাহবুবুর রহমান স্বাধীন বাংলাদেশকে এগিয়ে নিতে পারতেন। তবে তার হেড ভুটানের জাল খুঁজে পায়নি।
খেলার ৩২তম মিনিটে ভুটানোর নিমা তিসেরাং স্বাগতিকদের হয়ে সুযোগ নষ্ট করেন। দ্বিতীয়ার্ধে ফরোয়ার্ড জাফর ইকবালকে মাঠে নামান কোচ রক্সি। কোচের আস্থার প্রতিদান দিতে ভুল করেননি শুরুর দুই ম্যাচে তিন গোল করা জাফর।
৮১তম মিনিটে ভুটানের জালে প্রথম বল পাঠান জাফর। ডান দিক দিয়ে আক্রমণে ঢুকে একক প্রচেষ্টায় গোলরক্ষককে পরাস্ত করে বাংলাদেশকে উল্লাসে মাতান তিনি।
তিন মিনিট পর আবারও সেই জাফরের ক্যারিশমা। সতীর্থের বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে বাঁ দিক থেকে জোরালো শটে ব্যবধান বাড়ান জাফর।
শেষ ম্যাচে জিতে নিজেদের দায়িত্ব ঠিকঠাক পালন করেছেন জাফর ইকবালরা। তবে শিরোপার জন্য তাকিয়ে থাকতে হবে নেপাল-ভারত ম্যাচের দিকে।
সমীকরণটা ছিল এমন যে, শেষ ম্যাচে বাংলাদেশকে জিততে হবে ভুটানের বিপক্ষে। আর নেপালকে হারতে হবে ভারতের কাছে।
বাংলাদেশ তাদের কাজটা ঠিকভাবেই করেছে। অবশ্য নেপাল ও ভারতের ম্যাচটি ড্র হলেও চলবে। সেক্ষেত্রে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে। কিন্তু নেপাল জিতলে বাংলাদেশকে আগে হারানোর জন্য শিরোপা ধরে রাখবে তারাই।