পপুলার২৪নিউজ প্রতিবেদক :
গত মাসে ভিয়েতনাম থেকে আড়াই লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমোদন দিয়েছিল সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। চুক্তি অনুযায়ী সেখান থেকে ২০ হাজার মেট্রিক টনের প্রথম চালান চট্টগ্রামে এসে পৌঁছেছে।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী অ্যাডভকেট কামরুল ইসলাম এসব তথ্য জানান।
আগস্টের মধ্যে খাদ্য মজুতের লক্ষ্যমাত্রা ৮ থেকে ১০ লাখ মেট্রিক টন জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, চলতি মাসের ২৪ তারিখে আরও এক লাখ ১০ হাজার মেট্রিক টন চাল আনা হবে। এছাড়া আগস্টে সাড়ে চার লাখ মেট্রিক টন চাল আনা হবে।
তিনি আরও বলেন, যেসব মিল মালিক চাল মজুদ করেছেন, এমন ১৬ হাজার মিল মালিককে কালো তালিকাভুক্ত করেছে সরকার। এসব মিল মালিকদের কাছ থেকে আগামী তিন বছর চাল কেনা হবে না।