পপুলার২৪নিউজ ডেস্ক:
ভারতের প্রবীণ কমিউনিস্ট নেতা ও লোকসভার সাবেক স্পিকার সোমনাথ চ্যাটার্জি (৮৯) সোমবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন।
কিডনি সমস্যা নিয়ে কয়েক দিন আগেই সোমনাথ ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। রোববার হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তার অবস্থার অবনতি হতে থাকে। খবর দি ইকোনমিক টাইমসের।
সোমনাথ চ্যাটার্জি ১০ বার ভারতের লোকসভার সদস্য ছিলেন। তিনি ২০০৪-২০০৯ সাল পর্যন্ত লোকসভার স্পিকারের দায়িত্ব পালন করেন।
স্পিকারের দায়িত্ব পালন শেষে তিনি অবসর জীবনেই ছিলেন। রাজনৈতিক কর্মকাণ্ড থেকেও দূরে ছিলেন তিনি।