ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার ও প্রতিরক্ষা খাতে একসাথে কাজ করার সিদ্ধান্ত নিল ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন হাউস অফ রিপ্রেজেনটেটিভে এই সংক্রান্ত একটি বিল পাস করা হয়েছে।
মোট ৬২১.৫ বিলিয়নের ডিফেন্স পলিসি বিল পাস করা হয়েছে। এর ফলে ভারত ও আমেরিকা প্রতিরক্ষা ক্ষেত্রে একে অপরের সঙ্গে হাত মিলিয়ে চলতে পারবে।
এ ব্যাপারে মার্কিন কংগ্রেসম্যান অ্যানি বেরা জানিয়েছেন, ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষার সম্পর্ক শক্ত হওয়া জরুরি।
ভারতে অস্ত্র রফতানির শীর্ষে রয়েছে আমেরিকা। ২০০৭ থেকে ১৫ বিলিয়ন ডলারের যুদ্ধাস্ত্র রফতানি করা হয়েছে। পেছনে ফেলে দিয়েছে রাশিয়াকেও। এছাড়া সামনে আছে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ডিফেন্স ডিল।
ভারতকে মেজর ডিফেন্স পার্টনার হিসেবে চিহ্নিত করেছে আমেরিকা। প্রযুক্তি আদান-প্রদানও করছে। কিছুদিনের মধ্যে ভারতে আসছে মার্কিন গার্ডিয়ান ড্রোন। এছাড়া এফ-১৬ ও এফএ-১৮ ফাইটার জেটও বিক্রি করবে ভারত।