শারীরিকভাবে কিছুটা ক্লান্ত থাকা সত্বেও ভারতের বিপক্ষে আসন্ন ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই খেলতে চান অস্ট্রেলিয়ার পেস অ্যাটাকের অন্যতম ভরসা প্যাট কামিন্স। তিনি বলেছেন, ভারতের বিপক্ষে সবগুলো ওয়ানডে খেলার মুখিয়ে আছেন। নিজেকে সেভাবে প্রস্তুতও করছেন বাংলাদেশকে ভোগানো এই পেসার।
সদ্যই বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া। ঐ সিরিজে পেস অ্যাটাকে অস্ট্রেলিয়ার অন্যতম ভরসার নাম ছিলেন কামিন্স। পুরো সিরিজে বল হাতে ৬৩ ওভার বোলিং করেছেন তিনি। তার পর দ্বিতীয় সর্বোচ্চ ১৯ দশমিক ১ ওভার বোলিং করেন পেসার জশ হ্যাজেলউড। প্রথম টেস্টে খেললেও, ইনজুরির কারণে চট্টগ্রামে খেলতে পারেননি হ্যাজেলউড। তাই চট্টগ্রাম টেস্টে অস্ট্রেলিয়ার একমাত্র পেসার ছিলেন কামিন্স। এজন্য তার উপর দিয়ে ধকল গেছে অনেক। ফলে কিছুটা হলেও ক্লান্তি বোধ করছেন কামিন্স।
তারপরও ভারতের বিপক্ষে সবগুলো ওয়ানডে খেলতে চান কামিন্স, ‘বাংলাদেশের বিপক্ষে সিরিজে বেশ পরিশ্রম করেছি। কিছুটা ক্লান্ত থাকলেও ভারতের বিপক্ষে সবগুলো ওয়ানডে খেলতে চাই আমি। এজন্য আমি প্রস্তুত। আশা করি ভালো কিছু করতে পারবো। ‘
কামিন্সের মত একই চিন্তা অস্ট্রেলিয়ার দলের সহকারী কোচ ডেভিড সাকেরের, ‘ভারতের বিপক্ষে প্রতিটি ম্যাচেই প্যাট কামিন্সকে খেলানোর কথা আমরা ভাবছি। আমরা জানি শারীরিক ভাবে কামিন্স কিছুটা ক্লান্ত। কিন্তু ভারতের বিপক্ষে সিরিজটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই কামিন্সকে সবগুলো ম্যাচই খেলানোর চেষ্টা করা হবে। ‘