পপুলার২৪নিউজ ডেস্ক:
ভারত শক্তিশালী দল ঠিক আছে, তবে এতবড় পরাজয় হয়তো আশা করেনি কেউ। বিশ্বকাপ বাছাই পর্বের সুপার সিক্সের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে উড়িয়ে দেওয়া টাইগ্রেসরা শুক্রবার ভারতের সামনে কোনো প্রতিরোধ ছাড়াই আত্মসমর্পন করল। ভারত ম্যাচ জিতে নিল ৯ উইকেটে! এ পরাজয়ের ফলে বিশ্বকাপের মূল পর্বে খেলার সম্ভাবনা প্রায় শেষ বললেই চলে।
কলম্বো নন্দেস্ক্রিপ্ট ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। ১৪ রানের মধ্যে নেই ২ উইকেট। এরপর ৬২ রানের ধীরগতির জুটি গড়ে বিপদ সামাল দেন শারমিন আক্তার এবং ফারজানা হক। হাফ সেঞ্চুরি তুলে নেন ফারজানা (৫০) এবং দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করেন ওপেনার শারমিন আখতার। এছাড়া ২০ এর ঘরে পৌঁছতে পারেননি কেউ। পুরোটা ইনিংসে ধীরগতির ব্যাটিংয়ের ফলে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ১৫৫ রান তোলে বাংলাদেশ। ইনিংসে মাত্র ১৩টি চারের মার। এর মধ্যে ৫টি ফারজানা এবং ৪টি শারমিন আখতারের ব্যাট থেকে আসে। ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মানসী জোশি।
জবাবে ব্যাট করতে নেমে ২২ রানে বিপদে পড়েছিল ভারত। ওপেনার দিপ্তী শর্মাকে (১) কট অ্যান্ড বোল্ড করে দেন খাদিজা তুল কুবরা। কিন্তু ঐ পর্যন্তই। এরপর মনা মিশ্র (৭৮) এবং অধিনায়খ মৈথিলি রাজের (৭৩) অপরাজিত ১৩৬ রানের জুটিতে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। শুরুর উইকেট নেওয়া ছাড়া আর কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি বাংলাদেশ। অন্যদিকে আয়ারল্যান্ডকে হারিয়েছে পাকিস্তান। সেরা চার দল খেলবে বিশ্বকাপের মূলপর্বে। মেয়েদের শেষ ম্যাচ ১৯ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে।