ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার মুহম্মদ ইমরান

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

মুহম্মদ ইমরানকে ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মুহম্মদ ইমরান বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৮৬ সালে বিসিএস ফরেন ক্যাডারে যোগ দেন।

এর আগে তিনি জেদ্দা, অটোয়া, বন ও বার্লিনের বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। কলকাতার ডেপুটি হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার হিসেবে কাজ করেছেন মুহম্মদ ইমরান। এছাড়াও তিনি উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

মুহম্মদ ইমরান ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীর পদে স্থলাভিষিক্ত হচ্ছেন।

পূর্ববর্তী নিবন্ধরাজধানীতে ইসলামী ব্যাংকের ৩৫০তম শাখা উদ্বোধন
পরবর্তী নিবন্ধনানা হলেন ডিপজল