ভারতে বন্যায় ৮৩ জনের মৃত্যু

পপুলার২৪নিউজ ডেস্ক:
ভারতের বন্যায় ৮৩ জনের মৃত্যু হয়েছে। প্রবল বৃষ্টিপাতে উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঘটনাও ঘটেছে।

গত দু’সপ্তাহে আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড ও মনিপুরে বন্যা দেখা দিয়েছে। বন্যায় সব মিলিয়ে ২০ লক্ষাধিক মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। খবর রয়টাস

আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোওয়াল বলেছেন, বন্যায় সবচেয়ে বিপদজনক অবস্থায় রয়েছে আসাম। সেখানে ৫৩ জনের মৃত্যু হয়েছে। প্রদেশের বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। উদ্ধার কাজও অব্যাহত রয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজ্জুর নেতৃত্বে সরকারি কর্মকর্তাদের একটি দল বন্যা দুর্গত এলাকায় পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিকে বন্যায় তিনটি গণ্ডারেরও মৃত্যুর হয়েছে খবর পাওয়া গেছে।

বন্যায় ব্রহ্মপুত্রের পানি বেড়ে যাওয়ায় আসামের কাজিরঙ্গ (ন্যাশনাল পার্ক ইউনেস্কো ঘোষিত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান) বন্যপ্রাণী নিরাপদ আশ্রয়ের খোঁজে বন্য এলাকার বাইরে লোকালয়ে চলে আসছে।

পূর্ববর্তী নিবন্ধ‘ফিক্সিংয়ের প্রমাণ দিন’ রানাতুঙ্গাকে গৌতম গম্ভীর
পরবর্তী নিবন্ধরাজের ছবিতে অভিনয় করবেন শুভশ্রী