পপুলার২৪নিউজ ডেস্ক:
ভারতের আহমেদাবাদ জেলার দোলকা শহরে এক দলিত যুবক নামের শেষে সিংহ যুক্ত করায় তাকে মারধর করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় এ মারধরের পর থেকে শহরটিতে উচ্চ ও নিম্ন শ্রেণির মানুষের বিরুদ্ধে ব্যাপক উত্তেজনা শুরু হয়েছে।
সাধারণত দরবার ও রাজপুত সম্প্রদায়ের লোকজন নামের শেষে সিংহ পদবি যুক্ত করেন। স্থানীয় উচ্চ শ্রেনির লোকজন তাদের নামের শেষে এই পদবি যুক্ত করার সুবিধা পেয়ে থাকেন।-খবর এনডিটিভি অনলাইনের।
কয়েকদিন আগে মওলিক যাদভ নামের ২২ বছর বয়সের এক দলিত যুবক ফেসবুকে ঘোষণা করেন এখন তার নামের শেষে সিংহ যুক্ত হবে। তিনি নিজের নাম করেন মওলিক সিংহ যাদভ।
এর পর শেদেভ সিংহ ভ্যাগেলা নামে রাজপুত সম্প্রদায়ের এক লোক আরও পাঁচজনকে সঙ্গে নিয়ে তাকে মারধর ও তার বসতবাড়ি ভাংচুর করেন।
এ নিয়ে পুলিশের কাছে দুটি এজাহার দাখিল করা হয়েছে। যাতে দুই পক্ষই পরস্পরকে দায়ী করেছেন।
মওলিক যাদভ বলেন, উত্তর গুজরাতের বানাসকান্ত জেলায় এক দলিতের ওপর হামলার প্রতিবাদে তিনি নামের শেষে সিংহ যুক্ত করেন। ওই ব্যক্তিও তার নামের শেষে সিংহ যুক্ত করেছিলেন।
তিনি বলেন, এর আগেও কয়েকবার রাজপুতরা তাকে হুমকি-ধমকি দিয়েছে।
তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ।