ভারতে আত্মঘাতী হামলা চালাতে চেয়েছিল আইএস: যুক্তরাষ্ট্র

পপুলার২৪নিউজ ডেস্ক:

ভারতে গত বছর আত্মঘাতী হামলা চালানোর চেষ্টা করেছিল ইসলামিক স্টেটের (আইএস) খোরাসান গ্রুপ।

মার্কিন সিনেটে মঙ্গলবার এ চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন মার্কিন ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারের ভারপ্রাপ্ত পরিচালক রাসেল ট্র্যাভার্স।

খোরাসান গ্রুপ মূলত দক্ষিণ এশিয়ায় জঙ্গি নেটওয়ার্ক চালায়। খবর আনন্দবাজার পত্রিকার।

ট্র্যাভার্স আরও জানান, আইএসের যেসব শাখা ছড়িয়ে রয়েছে বিশ্বজুড়ে, তার মধ্যে এই খোরাসান গ্রুপই সবচেয়ে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

কারণ আফগানিস্তানের বাইরে আত্মঘাতী হামলা চালানোর জন্য বেশ সক্রিয় হয়ে উঠেছে এ দলটি। বেশ কয়েকবার হামলা চালানোর চেষ্টাও করেছেন তারা।

এ কথা বলতে গিয়েই ভারতে হামলার প্রসঙ্গটি তুলে ট্র্যাভার্স বলেন, গত বছর ভারতে আত্মঘাতী হামলা চালানোর চেষ্টা করেছিল খোরাসান গ্রুপ। কিন্তু তাদের সে চেষ্টা ব্যর্থ হয়।

ট্র্যাভার্স আরও জানিয়েছেন, খোরাসান গ্রুপের এই সক্রিয় নেটওয়ার্কই উদ্বেগ বাড়াচ্ছে আমেরিকার। গত মাসেই আফগানিস্তান এবং পাকিস্তান সফরে গিয়েছিলেন ট্র্যাভার্স। তখনই তিনি মার্কিন সেনার কাছ থেকে এই উদ্বেগের কথা জানতে পারেন বলে দাবি ট্র্যাভার্সের।

তিনি বলেন, আফগানিস্তানে মার্কিন সেনাদের খোরাসান গ্রুপের হুমকির মুখে পড়তে হচ্ছে। শুধু তাই নয়, আমেরিকাতে বড়সড় হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে এ দলটি।

পূর্ববর্তী নিবন্ধজলবায়ু চুক্তি ছাড়ল যুক্তরাষ্ট্র
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে জীপ-সিএনজি সংঘর্ষে ১জন নিহত