ভারতীয় তিনটি চ্যানেলের সম্প্রচার নিয়ে রায় ২৯ জানুয়ারি

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
32স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা—ভারতীয় এই টেলিভিশন চ্যানেলগুলো বাংলাদেশে সম্প্রচার বন্ধ প্রশ্নে দেওয়া রুলের ওপর শুনানি শেষ হয়েছে। রায় ২৯ জানুয়ারি।

আজ বুধবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রুলের ওপর শুনানি হয়।

এই তিনটি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে আইনজীবী শাহীন আরা লাইলী ২০১৪ সালের অক্টোবরে রিটটি করেন। প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ১৯ অক্টোবর হাইকোর্ট রুল দিয়ে চ্যানেলগুলো সম্প্রচার বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চান।

তথ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, বিটিআরসির চেয়ারম্যান, ডিজি জাদু ব্রডব্যান্ড লিমিটেডের চেয়ারম্যানসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়।

পূর্ববর্তী নিবন্ধহঠাৎ নাক থেকে রক্ত পড়া বন্ধ করতে করণীয়
পরবর্তী নিবন্ধকম্পাউন্ডার যখন শল্য চিকিৎসক