ভারতীয় আম্পায়ার অদক্ষ: মরগ্যান

পপুলার২৪নিউজ ডেস্ক:
16ভারতের বিপক্ষে দ্বিতীয় টি ২০ ম্যাচে আম্পায়ারের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগ্যান। পাঁচ রানে হেরে যাওয়া ম্যাচে জো রুটের এলবিডব্লুর সিদ্ধান্তকে কেন্দ্র করে হতাশা প্রকাশ করে মরগ্যান জানান, ইংলিশ টিম ম্যানেজমেন্ট এ ব্যাপারে ম্যাচ রেফারির কাছে অভিযোগ জানাবে।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি ২০ ম্যাচে মাত্র পাঁচ রানে হেরে যায় সফরকারী ইংল্যান্ড। সিরিজে সমতা আনে ভারত। শেষ ওভারে জয়ের জন্য ইংলিশদের প্রয়োজন ছিল আট রান। স্ট্রাইকে থাকা রুটকে প্রথম বলেই এলবিডব্ল–র ফাঁদে ফেলেন জাসপ্রিত বুমরাহ।

ভারতীয় আম্পায়ার চেতিহোদি শামসুদ্দিনের দেয়া আউটটি টিভি রিপ্লেতে ব্যাটের কানায় লেগেছে দেখা যায়।

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজে ডিআরএস পদ্ধতি ছিল। টি ২০ সিরিজে কেন নেই তার উত্তর খুঁজে পাচ্ছেন না মরগ্যান।

এ ব্যাপারে তিনি বলেন, ‘তৃতীয় ম্যাচের আগেই আমাদের সিরিজ জেতার সুযোগ ছিল। আম্পায়ারের এমন বাজে ভুলের ব্যাপারে আমরা ম্যাচ রেফারির কাছে অভিযোগ করব। আমি জানি না টি ২০ সিরিজে কেন ডিআরএস পদ্ধতি নেই।’ তিনি বলেন, ‘টি ২০ ম্যাচে এমন একটি সিদ্ধান্ত খেলার রঙ নষ্ট করে দেয়।’ ওয়েবসাইট।

 

পূর্ববর্তী নিবন্ধআ’লীগের উপদেষ্টার দায়িত্বে মুকুল বোস
পরবর্তী নিবন্ধঅ্যাটর্নি জেনারেলের পর অভিবাসন ও শুল্ক বিভাগের প্রধান বরখাস্ত