পপুলার২৪নিউজ ডেস্ক:
ডোকালাম ইস্যুতে ভারত-চিন বিবাদের মাঝেই বুধবার চীন ১৫ পৃষ্ঠার বক্তব্য পেশ করেছে। এই বক্তব্যে চীনের কড়া বার্তা ভারতকে, বিনা শর্তে বিতর্কিত ডোকালাম এলাকা থেকে ভারতকে সরিয়ে নিতে হবে তার সেনা। শুধু তাই নয়, চীন অভিযোগ জানিয়ে বলেছে, ডোকালাম ইস্যুতে ভুটানকে ভারত ব্যবহার করছে। যদি চীন-ভুটানের মধ্যে কোনো সমস্যা থাকে, তাহলে তা এই দুই দেশের মধ্যেই থাকা উচিত, এখানে ভারতের পা রাখার প্রয়োজন নেই বলেই জানিয়েছে চীন।
নিজের বক্তব্যে অনড় থেকে চীন জানিয়েছে ডোকালাম ইস্যুতে ভারত তৃতীয় পক্ষের মতো প্রবেশ করছে। শুধু চীন নয়, ভুটানের পক্ষেও তা ঠিক নয়। চীনের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে, চীন নিজের ভূমিকে রক্ষা করতে সক্ষম। কেউ তাকে চ্যালেঞ্জ জানাতে পারবে না। চীনের অভিযোগ, গত ১৮জুন ভারতের ৪০০জন সেনা চীনা এলাকার ১৮০মিটারের মধ্যে ঢুকে পড়ে। তবে এই এলাকাটি হল ডোকালাম-ভুটানের এলাকা, যা বিতর্কিত। চীন আরো জানায়, জুলাই-এও প্রায় ৪০ জন ভারতীয় সেনা একটি বুলডোজার নিয়ে চীন সীমাতে চলে আসে। এর আগে মঙ্গলবার চীনের প্রেসিডেন্ট জি জিনপিং জানিয়েছিলেন, চীন নিজের সুরক্ষার ক্ষেত্রে কোন প্রকার সমঝোতা করবে না। চীনের সেনা যে কোন হামলার জবাব দিতে প্রস্তুত। খবর কলকাতা টুয়েন্টিফোর।