পপুলার২৪নিউজ প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরের সময়সূচি এখনও ঠিক হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। কবে নাগাদ এ সূচি নির্ধারণ হবে এমন প্রশ্নে তিনি ভারত সফরকে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর উল্লেখ করে বলেছেন, ধীরে রজনী ধীরে।
শনিবার দুপুর ১২টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) ৪৭তম বার্ষিক সভায় যোগ দিতে আগামী সোমবার ৫ দিনের সফরে সুইজারল্যান্ড যাচ্ছেন। এ সম্পর্কে জানাতেই সংবাদ সম্মেলনটি ডাকা হয়। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সুইজারল্যান্ডের দাভোসে এবারের সম্মেলনে প্রায় ৪৫টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান যোগ দিচ্ছেন। এরমধ্যে বেশ কয়েকজনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের কথা রয়েছে। চলতি বছরের এই প্রথম বিদেশ সফর শেষে ২১ জানুয়ারি প্রধানমন্ত্রী ঢাকা ফিরবেন।
আবুল হাসান মাহমুদ আলী জানান, অনুষ্ঠেয় ফোরামের বার্ষিক সভায় প্রধানমন্ত্রী পানি, অর্থনীতি, টেকসই উন্নয়ন, আঞ্চলিক সহযোগিতা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, তথ্যপ্রযুক্তি এবং নারী নেতৃত্ব ও ক্ষমতায়ন বিষয়ে বিভিন্ন সেশনে অংশ নেবেন। এবারের সভায় চার বিষয় প্রাধান্য দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে, ফোরামের সদস্য দেশগুলোর মধ্যে বৈশ্বিক যোগাযোগ আরও শক্তিশালীকরণ, অর্থনৈতিক প্রবৃদ্ধি পুনরুজ্জীবিত করা, পুঁজি সংস্কার ও চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রস্তুতি। এসব বিষয়ে অনুষ্ঠিত হবে প্রায় ৩০০ সেশন।