‘ভারত ভালো দল হলে, পাকিস্তানের সঙ্গে সব ফরম্যাটে ৩০ ম্যাচ খেলুক’

স্পোর্টস ডেস্ক

সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় লড়াইয়ের শুরু আর শেষটা হয়ে পড়েছে ‘যত গর্জে, তত বর্ষে না’ ঘরানার। কারণ চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে একচেটিয়া ম্যাচ হেরে আসছে পাকিস্তান। ২০২৩ ওয়ানডে ও পরবর্তী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আয়োজকরা রোহিত শর্মার দলের কাছে পাত্তা পায়নি। ফলে পাকিস্তান ঘরের মাঠেই এখন দর্শক। ঠিক সেই মুহূর্তেও চিরপ্রতিদ্বন্দ্বীদের সামনে চ্যালেঞ্জ জানালেন দেশটির কিংবদন্তি স্পিনার সাকলাইন মুশতাক।

তিনি ভারতকে পাকিস্তানের বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ১০টি করে ম্যাচ খেলার আমন্ত্রণ জানিয়েছেন। মুশতাকের দাবি– ভারত ভালো দল কি না সেটি প্রমাণে এই চ্যালেঞ্জ গ্রহণ করুক। পাকিস্তানের সংবাদমাধ্যম ২৪ নিউজ এইচডি’র এক ক্রীড়াভিত্তিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সেই আলোচনায় উপস্থিত ছিলেন পাকিস্তানের আরেক সাবেক তারকা অধিনায়ক ইনজামাম-উল-হকও।

ভারতকে সব ফরম্যাটে ৩০টি ম্যাচ খেলার আমন্ত্রণ জানিয়ে সাকলাইন মুশতাক বলেন, ‘যদি আমরা রাজনৈতিক বিষয় বাইরে রাখি, তাহলে দেখতে পাব তারা (ভারত) দারুণ ক্রিকেট খেলছে এবং তাদের অসাধারণ সব ক্রিকেটার আছে। যদি তারা ভালো দল হয়ে থাকে, আমার মতে চলুন পাকিস্তানের সঙ্গে ১০টি টেস্ট, ১০ ওয়ানডে ও ১০টি টি-টোয়েন্টি খেলি। এরপরই সবকিছু পরিস্কার হয়ে যাবে।’

ভারতের বিপক্ষে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ২৪১ রান তুলে ৬ উইকেটে হেরেছিল পাকিস্তান। পরপর দুই ম্যাচ হেরেই মোহাম্মদ রিজওয়ানের দলটি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই বাদ পড়ে। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬০ রানে হার এবং বাংলাদেশের সঙ্গে গ্রুপপর্বের শেষ ম্যাচটি পরিত্যক্ত হয় বৃষ্টির কারণে। ফলে কোনো জয় ছাড়াই পাকিস্তান টুর্নামেন্টটিতে যাত্রা শেষ করেছে। তবে পরিপূর্ণ প্রস্তুতি থাকলে পাকিস্তান বিশ্ব ক্রিকেটে আবারও বড় দল হিসেবে জায়গা করে নেবে বলে মনে করেন আন্তর্জাতিক ক্যারিয়ারে ৫০০ উইকেট পাওয়া সাকলাইন মুশতাক।

কিংবদন্তি এই স্পিনারের মতে– ‘যদি আমরা সঠিক প্রস্তুতি নিয়ে নামি এবং আমাদের কাজগুলোও সঠিক নির্দেশনা পায়, তাহলে আমরা এমন অবস্থানে পৌঁছাতে পারব, যেখানে বিশ্ব ক্রিকেট এবং ভারতকে সঠিক প্রতিদ্বন্দ্বিতা দেখানো যাবে।’ এই মন্তব্য দিয়েই মূলত পাকিস্তান যে ক্রিকেটের জায়ান্ট দলগুলোর চেয়ে পিছিয়ে পড়েছে, পরোক্ষভাবে তা স্বীকার করলেন সাকলাইন মুশতাক।

উল্লেখ্য, ২০১২ সালে পাকিস্তান ভারতের মাটিতে একটি ওয়ানডে সিরিজ খেললেও, ২০০৫-০৬ মৌসুমের পর ভারত আর কখনোই পাকিস্তানে যায়নি। ২০১২ সালে ভারতে হওয়া সেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল পাকিস্তান। এরপর বেশ কয়েকবার দ্বিপাক্ষিক সিরিজের সম্ভাবনা তৈরি হলেও আলোর মুখ দেখেনি। এরপর থেকে আইসিসি কিংবা এসিসির টুর্নামেন্ট ছাড়া সাক্ষাৎ ঘটে না চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের।

পূর্ববর্তী নিবন্ধবাবা হওয়ার জন্যেই বিয়ে করেছেন সিদ্ধার্থ, অভিনেতার মন্তব্যে চর্চা
পরবর্তী নিবন্ধখোলসবন্দি ভিনি-এমবাপে, হেরে তিনে নামলো রিয়াল