ভারত আর জিম্বাবুয়েকে একইভাবে দেখেন মুশফিক!

পপুলার২৪নিউজ ডেস্ক:
শিরোনামটা দেখে শুরুতে অনেকেই খাবি খেতে পারেন। অনেকে এটাকে অহঙ্কারও ভাবতে পারেন।
কিন্তু আসল কথা হলো, দলে যখন পেশাদারিত্ব আসে তখন কোনো দলকে খাটো করে দেখার মানসিকতা থাকেনা। যেমনটা নেই বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের মাঝে। তাই তার কাছে র‍্যাংকিংয়ের শীর্ষ দল ভারত কিংবা সবার নিচের দল জিম্বাবুয়ে প্রতিপক্ষের মর্যাদা পায়।

বাংলাদেশ অধিনায়কের ভাষায়, “জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট খেললে বরং বেশি চাপ থাকে। ভারতের মতো বড় দলের বিপক্ষে আমাদের অনেক কিছু করার আছে। এটা সাধারণ একটা টেস্ট ম্যাচ। এমন খেলতে চাই, যাতে ভারত আমাদের বারবার আমন্ত্রণ জানায়। ”

তাহলে কেমন খেলতে চান টাইগাররা? দেশের মাটিতে কখনোই ভারতের বিপক্ষে টেস্টে জিততে পারেনি বাংলাদেশ। ৮ টেস্টের ৬টিতে হার, বাকি দুটি বৃষ্টির সৌজন্যে ড্র। এই সমীকরণে দাঁড়িয়ে কী লক্ষ্য নিয়ে তারা এই ঐতিহাসিক ভারত সফরে যাচ্ছে? জানা গেল, কোচের চোখে জয়ের স্বপ্ন। আর অধিনায়ক শোনালেন হাড্ডাহাড্ডি লড়াইয়ের গল্প।

মুশফিক বললেন, “কন্ডিশন যেমনই হোক, আমরা সেভাবেই প্রস্তুতি নিয়েছি। এখানে ব্যক্তিগত নয়, দরকার দলীয় পারফরম্যান্স। তাদের বিপক্ষে তিন দিন নয়, পুরো পাঁচ দিন ভালো খেলতে চাই। “

পূর্ববর্তী নিবন্ধবিদ্যমান বিশ্বব্যবস্থা ভেঙে পড়বে: সাবেক মার্কিন জেনারেলের
পরবর্তী নিবন্ধমুক্তির অপেক্ষায় আইরিনের চার ছবি