গুরুতর ইনজুরিতে পড়েছেন বিরাট কোহলি। তার মেরুদণ্ডে চিড় ধরা পড়েছে। তা থেকে সেরে উঠতে বেশ কিছু দিন লেগে যেতে পারে ভারতীয় অধিনায়কের।
গোটা আইপিএলে খেলেছেন কোহলি। নেতৃত্ব দিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। এবার প্রস্তুতি নিচ্ছিলেন কাউন্টি ক্রিকেটে খেলতে যাওয়ার।
তবে হঠাৎই মেরুদণ্ডে ব্যথা অনুভব করেন এ ব্যাটিং মায়েস্ত্রো। ওঠাবসা, হাঁটা, দৌড়ঝাঁপে সমস্যা হয়। ফলে শরণাপন্ন হন অর্থোপেডিক বিশেষজ্ঞের।
মুম্বাইয়ের খার হাসপাতালের সেই বিশেষজ্ঞ জানিয়েছেন, মেরদণ্ডের ডিস্ক সরে গেছে কোহলির। যদিও অস্ত্রোপচারের দরকার নেই। তবে সেরে উঠতে লম্বা সময় লেগে যেতে পারে। এ মুহূর্তে তাকে পুরোপুরি বিশ্রামে থাকতে বলেছেন তিনি।
টাইমস ইন্ডিয়া জানিয়েছে, কোহলির ইনজুরি গুরুতর। কতদিনের মধ্যে সেরে উঠবেন তা এ মুহূর্তে বলা যাচ্ছে না। আসন্ন ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজও মিস করতে পারেন তিনি।
আসছে ইংল্যান্ড সফর নিয়ে অন্যরকম পরিকল্পনা করেছিলেন কোহলি। ইংলিশ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে নিজেকে পুরোপুরি প্রস্তুত করতে কাউন্টি ক্রিকেটে খেলতে চেয়েছিলেন তিনি। যেখানে সারের হয়ে খেলার কথা ছিল তার।
সবশেষ ২০১৪ সালে ইংল্যান্ড সফরটি মোটেও ভালো যায়নি আধুনিক যুগের ব্র্যাডম্যানের। ৫ টেস্টে ১৩.৪ গড়ে করেছিলেন মাত্র ১৩৪ রান। সেই রানখরা কাটিয়ে ওঠার মিশনে বড়সড় ধাক্কা খেলেন এ রানমেশিন। অটোমেটিকভাবেই যার প্রভাব পড়বে টিম ইন্ডিয়ার ওপর।