ব্লগার রাজিব হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত রানা ৫ দিনের রিমান্ডে

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
ব্লগার রাজিব হত্যার মূল পরিকল্পনাকারী ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রেদোয়ানুল আজাদ রানা ও তার সহযোগী আশরাফকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সোমবার দুপুরে উত্তরা এলাকা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি টিম রানা ও তার সহযোগী আশরাফকে গ্রেফতার করে।

পরদিন তাদের আদালতে হাজির করে উত্তরা পশ্চিম থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ পরিদর্শক মোহাম্মদ মুনিরুল ইসলাম।

প্রসঙ্গত, ২০১৩ সালে পল্লবী থানা এলাকার ব্লগার রাজিব হায়দারকে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিল রেদোয়ানুল আজাদ রানা। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর আদালত তাকে মৃত্যুদণ্ড দেন।

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিনি যুবক হত্যায় ইসরাইলি সেনার কারাদণ্ড
পরবর্তী নিবন্ধএবারের নিলামের ‘মাশরাফি’ রশিদ