পপুলার২৪নিউজ ডেস্ক:
নরসিংদীতে রাস্তায় খোঁড়াখুড়ির কারণে তার কাটা পড়ে ব্রাহ্মণবাড়িয়ায় বিটিসিএলের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে।
মঙ্গলবার বিকেলে থেকে ইন্টারনেট সেবা পাচ্ছেন না জেলা শহরের সাড়ে তিনশ গ্রাহক। গ্রাহকদের নিরবিচ্ছিন্ন সেবা প্রদানের জন্য বিটিসিএলের পৃথক দুটি সংযোগের তারই একসঙ্গে কাটা পড়েছে।
বিটিসিএলের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী প্রকৌশলী মো. শামছুল হুদা জানান, গ্রাহকদের সুবিধার্থে আমরা দুটি সংযোগ ব্যবহার করছি। একটি সংযোগ ঢাকা থেকে নরসিংদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া এবং অন্যটি ঢাকা থেকে সিলেট হয়ে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত। একটি সংযোগের সমস্যা হলে অন্যটি দিয়ে ইন্টারনেট সেবা কার্যক্রম স্বাভাবিক রাখা হয়।
তিনি আরও বলেন, রাস্তার সংস্কার কাজের জন্য গত সোমবার সিলেট হয়ে আসা সংযোগের তারটি এবং মঙ্গলবার নরসিংদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত সংযোগের তারটি কাটা পড়েছে। এতে করে গ্রাহকদের ইন্টারনেট সেবা প্রদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমাদের কারিগরি দল বিষয়টি নিয়ে কাজ করছেন, আশা করছি বিকেল নাগাদ ইন্টারনেট সেবা কার্যক্রম স্বাভাবিক হবে।