নিউজ ডেস্ক: ব্রাজিলে করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এ মৃত্যু সংখ্যা ১ লাখ ৫০ হাজার ছাড়িয়ে গেছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের পর বিশ্বে করোনাভাইরাসে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে ব্রাজিলে আর শনাক্ত রোগীর সংখ্যায় যুক্তরাষ্ট্র ও ভারতের পর তৃতীয় স্থানে রয়েছে দেশটি।
গত সপ্তাহের মাঝামাঝি ব্রাজিলে শনাক্ত রোগীর সংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে যায়।
শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ ব্রাজিলে আরও ৫৫৯ জনের মৃত্যু হয়েছে এবং ২৬ হাজার ৭৪৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
মার্চে কোভিড-১৯ এ ব্রাজিলে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছিল, তারপর থেকে ৮ মাসের মধ্যে মৃত্যুর সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে এখন ১ লাখ ৫০ হাজার ১৯৮ জনে দাঁড়িয়েছে আর শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫০ লাখ ৮২ হাজার ৬৩৭ জনে।
দক্ষিণ আমেরিকা মহাদেশে কোভিড-১৯ এ সবচেয়ে বেশি লোকের মৃত্যু হয়েছে ব্রাজিলে। দেশটির সাউ পাওলো রাজ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে।
দক্ষিণ আমেরিকায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে কলম্বিয়ায়। এখানে ২৭ হাজার ৪৯৫ জনের মৃত্যুর হয়েছে এবং মোট শনাক্ত রোগীর সংখ্যা ৮ লাখ ৯৪ হাজার ৩০০ জনে দাঁড়িয়েছে।
মহামারীকালীন পুরো সময়জুড়ে করোনাভাইরাসের ঝুঁকিকে খাটো করে দেখার জন্য ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোকে অভিযুক্ত করা হয়েছে। করোনাভাইরাসজনিত বিধিনিষেধ আরোপের বিষয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অগ্রাহ্য করেছেন তিনি।
কোভিড-১৯ কে ‘সামান্য ফ্লু’ আখ্যায়িত করেও সমালোচিত হয়েছেন তিনি। কিন্তু বোলসোনারো ধারাবাহিকভাবে এসব সমালোচনা প্রত্যাখ্যান করেছেন, এমনকী জুলাইয়ে তিনি নিজে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরও এ ধারা অব্যাহত রেখেছিলেন।
বোলসোনারো মহামারী মোকাবেলা নিয়ে সমালোচনা প্রত্যাখ্যান করলেও তার লকডাউন বিরোধী অবস্থান ও অর্থনীতির ওপর বেশি জোর দেওয়ার বিষয়টি ব্রাজিলজুড়ে ব্যাপক বিভাজন তৈরি করেছে বলে জানিয়েছে বিবিসি।
অগাস্টে ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট হ্যামিল্টন মউরো সরকারের মহামারী মোকাবেলার পদ্ধতিকে সমর্থন করে দেশজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার জন্য ব্রাজিলিয়ানদের শৃঙ্খলার অভাবকে দায় দিয়েছেন।