নিজস্ব প্রতিবেদক:
বৈশ্বিক মূল্যস্ফীতির প্রেক্ষাপটে সরকারের নির্দেশনার প্রেক্ষিতে ব্যয় সংকোচনে রূপালী ব্যাংক নানা উদ্যোগ গ্রহন করেছে। (২১ জুলাই ) বৃহস্পতিবার ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদের সভাপতিত্বে ব্যাংকের ৩য় তলায় সরকারের ব্যয় সংকোচন নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বিদ্যুৎ ও জ্বালানীর ব্যবহার যথাক্রমে ২৫ ও ২০ শতাংশ কমিয়ে আনা, যানবাহন ক্রয় না করা এবং সকল সভা ও প্রশিক্ষণ কর্মশালা ভার্চ্যুয়ালি করাসহ বেশ কিছু পদক্ষেপ গ্রহন করা হয়েছে। অত্যাবশ্যক না হলে কর্মকর্তাদের বিদেশ ভ্রমনেও নিষেধাজ্ঞাজারী করা হয়। এ সময় এমডি বিদ্যুৎ, জ্বালানী ও পানি থেকে শুরু করে সকল খাতে মিতব্যয়ী হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।
এতে ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর, মো. শওকত আলী খান ও খান ইকবাল হোসেন, জিএম পারসুমা আলম, গোলাম মরতুজা, কাজী আবদুর রহমান, মো. হারুনুর রশীদ, কাজী ওয়াহিদুল ইসলাম ও ফয়েজ আলমসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।