মঙ্গলবার মুম্বাইতে একদিনে প্রায় এক মাসের গড় বৃষ্টিপাতের সমান বৃষ্টি হয়েছে। এতে দেখা দেওয়া বন্যায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং বেশ কয়েকটি ফ্লাইট বাতিল হয়। পরেরদিনও ভারি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। এতে শহরটির স্কুল-কলেজগুলো বুধবার বন্ধ রাখা হয়। কিন্তু এদিন অনেক এলাকায়ই হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়। শহর ও শহরতলীতে গত কয়েক ঘন্টায় অল্প বৃষ্টিপাত হয়েছে, গতকালের মতো ভারি বৃষ্টিপাত হয়নি,” বলেছেন ভারতের আবহাওয়া বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা কে. এস. হোসালিকার। তবে আগামী কয়েক ঘন্টায় মুম্বাই ও সংলগ্ন এলাকাগুলোতে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে, এর মধ্যে কয়েকটি এলাকায় ভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, বলেন তিনি। বুধবার রাত থেকে ট্রেন ও বিমান চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার শহরের ভিখরোলি এলাকায় একটি বাড়ি ভেঙে পড়ে এক পরিবারের এক থেকে দেড় বছরের একটি শিশু ও ৪৫ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। আরেক জায়গায় দেয়াল ধসে দুই বছরের একটি মেয়েশিশু নিহত হয়েছে। পার্শ্ববর্তী থানেতে বন্যার পানিতে ভেসে গিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। মুম্বাইয়ের শহরতলীর কোথাও কোথাও পানিতে ডুবে থাকা রাস্তার খোলা ম্যানহোলে পড়ে আরো বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মুম্বাই পুলিশের মুখপাত্র রশ্মি কারানদিকার জানিয়েছেন, শহরটির সাতজন বাসিন্দা নিখোঁজ রয়েছেন। পাশাপাশি শহরতলীর আরো ছয় ব্যক্তি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক আরেক পুলিশ কর্মকর্তা।
এর আগে ২০০৫ সালে কয়েকদিনের টানা ভারি বর্ষণে পুরো মুম্বাই শহর ডুবে গিয়ে ব্যাপক বিপর্যয় সৃষ্টি হয়েছিল। ওই সময় ৫০০ জনেরও বেশি লোক মারা গিয়েছিল যাদের অধিকাংশই বস্তিবাসী।
উপকূলীয় এলাকাসহ প্লাবনভূমিতে অব্যাহত নির্মাণকাজ, পাশাপাশি ড্রেন ও পানি যাওয়ার পথগুলো পরিত্যক্ত পলিথিন দিয়ে বন্ধ হয়ে যাওয়ায় শহরটিতে বন্যার ঝুঁকি উত্তরোত্তর বাড়ছে।
চলতি বর্ষামৌসুমে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় ভারত, বাংলাদেশ ও নেপালে এক হাজার ২০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ভারতের বিহার রাজ্যের বহু গ্রাম এখনো বন্যারপানিতে ডুবে আছে। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার লোকজন অস্থায়ীভাবে তৈরি আশ্রয়কেন্দ্রে বসবাস করছে