পপুলার২৪নিউজ ডেস্ক:
সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে ২৮১ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারেই বিদায় নিয়েছেন ওপেনার তামিম ইকবাল।
শনিবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে টাইগারদের পক্ষে ওপেনিংয়ে নামেন তামিম ইকবাল ও সৌম্য সরকার।
প্রথম ওভারে উইকেট কিপার ও স্লিপের ফাঁক গলিয়ে একটি চার আদায় করে নেন তামিম। তবে কুলাসেকারার ওভারের শেষ বলে একটি ক্যাচ উঠে।
তামিমের দাবি ছিল বলটি প্যাড থেকে এসেছে। পরে থার্ড আম্পায়রকে ডাকা হলে তিনি আউটের সিদ্ধান্ত জানান।
পরে ৬ বলে চার রান করা নাখোশ তামিম মাথা নাড়তে নাড়তে মাঠ ছাড়েন।
তামিমের পর ঝড়ো ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিতে মাঠে নামেন সাব্বির রহমান। তবে ভাগ্য দেবী খুব মনে হয় সুপ্রসন্ন ছিলেন না তার উপর।
সেই কুলাসেকারার ওভারেই অফস্ট্যাম্পের অনেক বাইরের একটি বল খেলতে গিয়ে উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন তিনি। তিন বল খেলে সাব্বিরের সংগ্রহ ছিল শূন্য।
এরপর চতুর্থ ওভারে লাকমালের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে শূন্য রানেই মাঠ ছাড়েন টাইগারদের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
তিন ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১১ রান। সৌম্য সরকার ৬ এবং সাকিব আল হাসান শূন্য রানে ক্রিজে রয়েছেন।
এরআগে শ্রীলংকা দলের পক্ষে কুশাল মেন্ডিস সর্বোচ্চ ৫৪ আর থিসারা পেরেরা ঝড়ো গতির ৫২ রান করেন।
বাংলাদেশের পক্ষে ৬৫ রান খরচায় অধিনায়ক মাশরাফি ৩টি, ৫৫ রানে মোস্তাফিজুর রহমান ২টি এবং মিরাজ ও তাসকিন একটি করে উইকেট নেন।