ব্যর্থ দুই ওপেনার, ৮৪ রান নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রান না ওঠার দুর্নাম নেই। সেটি জেনেশুনে বেশি রানের আশায় জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু ব্যাটিংবান্ধব পিচেও বরাবরের মতোই ব্যর্থ হয়েছেন দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়।

সেই ব্যর্থতা কাটিয়ে তৃতীয় উইকেটে ৫২ রানের জুটি করেন মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। তাদের অবিচ্ছিন্ন জুটিতে ২৪ ওভারে ২ উইকেটে ৮৪ রান করে মধ্যাহ্নবিরতিতে গেছে বাংলাদেশ। মুমিনুল ২১ ও শান্ত ৩০ রানে অপরাজিত আছেন।

রোববার ব্যাটিংয়ে নেমে ভালো শুরুর আভাস দেন জয় ও সাদমান। বল ব্যাটে আসছে, সেটিও বোঝা যায়। দুই-তিনটি বাউন্ডারি হাঁকান এবং উইকেটে সেটও হন তারা। তবে টিকতে পারেননি দুজনের কেউই। আউট হন মাত্র ১ রানের ব্যবধানে।

দলীয় ৩১ রানের মাথায় জিম্বাবুয়ে পেসার ভিক্টর নুয়াইসির ডেলিবারিতে ব্যাটের বাইরের কাণায় বল ছুঁইয়ে গালি অঞ্চলে ব্রায়ান বেনেটের হাতে ক্যাচ হন সাদমান। ২৩ বলে ১২ রান করেন বাঁহাতি এ ব্যাটার।

১ রান যোগ হতেই উইকেট বিলিয়ে দেন আরেক ওপেনার জয়ও। ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে তাকেও ফেরান নুয়াইসি। সাদমানের মতো জয়ও ব্যাটের বাইরের কাণায় বল লাগিয়ে উইকেটরক্ষক নিয়াশা মায়াভোর হাতে ধরা পড়েন। ৩৫ বলে ১৪ রান করেন ডানহাতি ব্যাটার।

অর্থাৎ দলীয় ৩২ রানের মাথায় ২ উইকেট হারায় বাংলাদেশ। এরপরই মুমিনুল ও শান্তর সেই জুটি।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনার বিষয়ে তদন্ত প্রতিবেদন ২৪ জুনের মধ্যে দাখিলের নির্দেশ
পরবর্তী নিবন্ধহঠাৎ ব্যাটিং ধস, দুইশর আগেই অলআউটের শঙ্কা