বেশি সুযোগের কারণে সফল নাসুমরা: রঙ্গনা হেরাথ

স্পোর্টস ডেস্ক : বল হাতে মায়াবি ঘূর্ণির জালে ফেলে আফগানিস্তানকে নাকানিচুবানি খাইয়েছেন নাসুম আহমেদ। যৌথভাবে ক্যারিয়ার সেরা বোলিং করে আফগানবধে রেখেছেন বড় ভূমিকা। বেশি ম্যাচ খেলার সুযোগ পেয়েই তরুণ স্পিনাররা অনেক আত্মবিশ্বাসী। এমনটা মনে করছেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ।

আফগানিস্তানকে উড়িয়ে দেওয়ার পরের দিন শুক্রবার (৪ মার্চ) গণমাধ্যমের মুখোমুখি হন শ্রীলঙ্কান এই কোচ। এ সময় তার দলের স্পিনারদের সাফল্যের রহস্য জানাতে গিয়ে হেরাথ বলেন, বেশি সুযোগ পেয়ে স্পিনাররা দারুণ পারফর্ম করছেন।

‘নির্বাচনের বিষয়ে বলছি, আমার বিশ্বাস আপনি যখন খেলোয়াড়দের প্রচুর সুযোগ দেবেন, তখন তারা বেশি আত্মবিশ্বাস পাবে। বোলিং ইউনিটের কথা বললে তারা বেশি সুযোগ পাচ্ছে। যদি ব্যাটসম্যানরা একই সুযোগ পায় তাহলে তারাও সেরাটা দিতে পারবে।’

টি-টোয়েন্টি দিয়ে গত বছরের মার্চে নিউ জিল্যান্ডের মাটিতে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল নাসুমের। অভিষেক ম্যাচে ২ উইকেট পেলেও পরের দুই ম্যাচ শেষ করেন খালি হাতে। নিউ জিল্যান্ডের পর জিম্বাবুয়ে সিরিজে এক ম্যাচ খেললেও সুবিধা করতে পারেননি। তার বিধ্বংসী রূপ দেখা যায় ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ থেকে। ওই সিরিজে অজিদের বিপক্ষে ১৯ রানে ৪ উইকেট নিয়ে জানান, তিনি হারিয়ে যেতে আসেননি। ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষেও এক ম্যাচে ৪ উইকেট নেওয়ার কীর্তি গড়েন মাত্র ১০ রান দিয়ে।

এ ছাড়া বিশ্বকাপে খেলেছেন ৩টি ম্যাচ। বিশ্বকাপ থেকে এসে পাকিস্তানের বিপক্ষে সুযোগ পেয়েছিলেন এক ম্যাচে। আর এবার আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচেই বাজিমাত। ১০ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ জয়ে রেখেছেন বড় ভূমিকা।

নাসুমের অভিষেকের পর থেকে বাংলাদেশ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ২৮টি, তার মধ্যে ১৯ ম্যাচে ছিলেন তিনি একাদশে। এ সময়ে তিনি ৬.২৬ গড়ে নিয়েছেন ২৬ উইকেট। তার মধ্যে ৪টি করে উইকেট নিয়েছেন তিনবার! হেরাথ মনে করেন বেশি সুযোগের কারণেই তিনি সাফল্য পাচ্ছেন। ব্যাটসম্যানরাও এমন সুযোগ পেলে ভালো করবেন বলেও জানিয়েছেন সাবেক এই কিংবদন্তি স্পিনার।

হেরাথ বলেন, ‘একজন শ্রীলঙ্কান হিসেবে আমি আমার দেশের হয়ে অনেক বছর খেলার সুযোগ পেয়েছি। আর আমি বিশ্বাস করি যখন আপনি এই সুযোগ পাবেন, আপনার তখন দেশকে কিছু না কিছু ফেরত দিতে হবে। সে দিক থেকে চিন্তা করলে ছেলেরা ভালো করছে।’

আরো একটি বিষয় হেরাথ গুরুত্ব দিয়ে বলেছেন। সেটা হলো মাইন্ডসেট। তার মতে যে কন্ডিশনই হোক ক্রিকেটারা যদি বোঝে তার ভূমিকা কী হতে পারে, তাহলে ভালো করবে। হেরাথ বলেছেন, ‘আমি সবসময় মাইন্ডসেটের ব্যাপারটা ভাবি। কন্ডিশন পক্ষে থাকুক বা না থাকুক, আপনার এটা বোঝার প্রয়োজন এবং কন্ডিশন নিয়ে সতর্ক হতে হবে। এক্ষেত্রে সেটা টার্নিং উইকেট হোক কিংবা না হোক, বোলারদের দায়িত্বটা আপনাকে বুঝতে হবে। তাদেরকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে ভূমিকা সম্পর্কে, যে কারণে তারা সফল হয়েছে প্রতিপক্ষের বিপক্ষে।’

তিনি আরো যোগ করেন, ‘আমি সবসময় বিশ্বাস করি যে খেলা যেখানেই হোক, বাংলাদেশ হোক কিংবা শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড, আপনার মাইন্ডসেটটা খুব গুরুত্বপূর্ণ। যখন আপনি আপনার দেশের হয়ে খেলবেন তখন সেখানে দায়িত্ব ও খেলার ভূমিকা থাকে, আর সেসব বোঝা খুব গুরুত্বপূর্ণ।’

পূর্ববর্তী নিবন্ধনোয়াখালীর কোম্পানীগঞ্জে ধর্ষণের পর নার্স হত্যার মূল আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধইউক্রেন যুদ্ধের প্রভাব দরিদ্র দেশগুলোতে বেশি: বিশ্বব্যাংক