বেলকুচিতে বিদেশি পিস্তল, পাইপগান, গুলিসহ গ্রেপ্তার ৩

  পপুলার২৪নিউজ,সিরাজগঞ্জ প্রতিনিধি:

বেলকুচিতে বিদেশি পিস্তল, পাইপগান, গুলিসহ গ্রেপ্তার ৩ সিরাজগঞ্জের বেলকুচি থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি পাইপগান এবং গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা ডাকাত এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার রানধুনীবাড়ী গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।আজ বুধবার সকালে ক্যাম্প কমান্ডার মেজর সাফায়াত আহাম্মদ সুমন এক প্রেসনোটে জানান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. হাসিবুল আলমের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রানধুনিবাড়ী গ্রামের মো. আক্তার হোসেন মুন্সির বাড়ির সামনে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি পাইপগান, তিন রাউন্ড পিস্তলের গুলি, চার রাউন্ড পাইপগানের গুলি, একটি বড় ছুরি এবং তিনটি মোবাইল ফোনসেটসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন টাঙ্গাইল জেলার মৃত পাষান আলী আকন্দের ছেলে নজরুল ইসলাম (৩৫), সিরাজগঞ্জ জেলার সদর উপজেলঅর রামগাত গ্রামের মৃত জুড়ানের ছেলে নূরুল ইসলাম (৫২) এবং সদর উপজেলার পাইকপাড়া মহল্লার অব্দুল হাকিমের ছেলে আব্দুল রাজ্জাক (৪৫)। র‍্যাব সূত্র আরো জানায়, তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ছাড়া দীর্ঘদিন ধরে  সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের আশপাশের এলাকায় খুন, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, চুরিসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিলেন গ্রেপ্তারকৃতরা।

 

পূর্ববর্তী নিবন্ধবিশ্বের প্রথম লাখ কোটিপতি হবেন গেটস
পরবর্তী নিবন্ধমহাসড়কে নছিমন-করিমন চলাচল বন্ধে হাইকোর্টের নির্দেশ