বেনাপোল প্রতিনিধি : ভারতে সোনা পাচারের সময় ১৫টি সোনার বারসহ ( এক কেজি ৭৪৯ গ্রাম) মনিরুল ইসলাম নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। বুধবার সন্ধ্যায় বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে সোনার এ চালানটি উদ্ধার হয়।
আটককৃত মনিরুল পুটখালী গ্রামের নুরমোহাম্মাদ এর ছেলে।
২১ বিজিবি লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ তানভির রহমান জানান, ভারতে পাচারের সময় সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১৬৬ পিলার এর কাছে ইছামতি নদীর শূন্য পাড় থেকে পাচারকারী মনিরুলকে ১৫টি সোনার বারসহ আটক করা হয়। যার আনুমানিক বাজার মুল্য ১ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা। পাচারকারী মনিরুল জানান তিনি পুটখালী গ্রামের আব্দুল সাত্তারের ছেলে ইব্রাহীমের কাছ থেকে সোনার এ চালান গ্রহণ করে। আটককৃতকে বেনাপোল পোর্ট থানায় মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে।