বেতন-ভাতা নিয়ে ক্ষোভ থেকেই জাহাজে ৭ জনকে হত্যা

নিজস্ব প্রতিবেদক

বেতন-ভাতা ও ছুটি নিয়ে মাস্টারের প্রতি ক্ষোভের জের ধরে ৭ জনকে হত্যা করা হয়েছে। এমভি আল বাখেরা জাহাজের লস্কর আকাশ মণ্ডল ওরফে ইরফান এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে জানিয়েছে র‍্যাব।

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে র‍্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১১ এর উপ অধিনায়ক মেজর সাকিব হোসেন।

এ সময় ইরফানের ব্যবহৃত মোবাইল, ঘুমের ওষুধ, নিহতদের ব্যবহৃত মোবাইল, ব্যাগ, রক্তমাখা জিন্সের প্যান্ট ও গ্লাভস জব্দ করেছে র‍্যাব।

মেজর সাকিব জানান, আলোচিত এ ঘটনা প্রকাশ্যে আসার পরপরই গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র‌্যাব। মঙ্গলবার রাতে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা, র‌্যাব-১১ ও র‌্যাব-৬ এর যৌথ অভিযানে ইরফানকে বাগেরহাটের চিতলমারী থেকে গ্রেপ্তার করা হয়।

ইরফান বাগেরহাটের ফকিরহাট এলাকার জগদীশ মন্ডলের ছেলে। তিনি জাহাজটিতে মাস আটেক ধরে কর্মরত ছিলেন। তার কাছ থেকে একটি হ্যান্ড গ্লাভস, একটি ব্যাগ, ঘুমের ওষুধের খালি পাতা, নিহতদের ব্যবহৃত পাঁচটি ও ইরফানের দুটিসহ মোট সাতটি মোবাইল ফোন এবং রক্ত মাখানো একটি জিন্সপ্যান্ট উদ্ধার করার কথা জানিয়েছে র‌্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে মেজর সাকিব বলেন, “জাহাজের কর্মচারীরা ছুটি ও বেতন-বোনাস সময় মতো পেতো না এবং বিভিন্ন ধরনের বিল কর্মচারীদের না দিয়ে জাহাজের মাস্টার একাই ভোগ করতো বলে গ্রেপ্তারকৃত আকাশ (ইরফান) জানায়।

“সে আরো বলে যে, মাস্টার সকল কর্মচারীর উপর বিনা কারণে রাগারাগি করতে এবং কারোর উপর নাখোশ হলে তাকে কোনো বিচার বিবেচনা ছাড়াই জাহাজ থেকে নামিয়ে দিতো, এমনকি তাদের বকেয়া বেতনও দিতো না।”

এ বিষয়ে ইরফান অন্যদের প্রতিবাদ করতে বললেও কেউ ভয়ে প্রতিবাদ করতো বলে জিজ্ঞাসাবাদে তিনি র‌্যাবকে বলেছেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, মাস্টারের এমন সব আচরণে ইরফানের মধ্যে প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয় এবং এই ক্ষোভ থেকে ‘উচিত শিক্ষা দেওয়ার’ পরিকল্পনা করেন। গত ২২ ডিসেম্বর সকালে ইরফান ও তার সহকর্মীরা চট্টগ্রাম থেকে জাহাজে ৭২০ টন ইউরিয়া সার নিয়ে সিরাজগঞ্জের বাঘাবাড়ীর উদ্দেশে রওনা দেন।

পূর্ববর্তী নিবন্ধজনপ্রশাসন সংস্কার কমিশন পুনর্গঠন ও চেয়ারম্যানের পদত্যাগ দাবি
পরবর্তী নিবন্ধআজ রাত পর্যন্ত আতশবাজি-ফানুস ওড়ানোয় নিষেধাজ্ঞা