বেগুনি সবজি ও ফলের নানা গুণ

পপুলার২৪নিউজ ডেস্ক:

10দেখে নিন কিছু বেগুনি রঙের সবজি ও ফলের গুণ:

বেগুন: বাজারে বেগুনি রঙের বেগুন পাবেন। সুস্বাদু এই বেগুন স্বাস্থ্যের জন্য উপকারী। যকৃৎ সুস্থ রাখতে ও পেটের আলসার ঠেকাতে এ বেগুন খেতে পারেন। মূত্রনালির সংক্রমণ ঠেকাতেও বেগুনি বেগুন খেতে পারেন।

বেগুনি আঙুরআঙুর: বেগুনি রঙের বেশ কিছু সুস্বাদু ফল পাবেন, যা স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। বেগুনি আঙুর খেতে পারেন নিয়মিত। প্রতিদিন নাশতায় অল্প পরিমাণ বেগুনি ফল রাখুন। সালাদ হিসেবেও খেতে পারেন। হৃদ্‌যন্ত্র ভালো রাখার পাশাপাশি রক্তপ্রবাহ ঠিক রাখতে পারে বেগুনি ফল। লোহিত কণিকা ভালো রাখাসহ রক্ত জমাট বাঁধা ঠেকাতে পারে বেগুনি ফল।

বেগুনি বাঁধাকপিবাঁধাকপি: বেগুনি বাঁধাকপিও বাজারে পাবেন। মানসিক ও শারীরিক ভারসাম্য রক্ষায় ও আলঝেইমার ঠেকাতে বেগুনি বাঁধাকপি খেতে পারেন। এটি দৃষ্টিশক্তি ভালো রাখে। সালাদের পাশাপাশি স্টিম ও ভাজি করে খেতে পারেন বাঁধাকপি।

বেগুনি মিষ্টি আলুবেগুনি মিষ্টি আলু: বেগুনি মিষ্টি আলুতে প্রচুর পটাশিয়াম ও লৌহ আছে। এ ছাড়া এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা হজমে সাহায্য করে। এতে প্রচুর আঁশ থাকে। এটি শরীরের চর্বি পুড়িয়ে বিপাকীয় প্রক্রিয়ায় সাহায্য করে। তথ্যসূত্র: ফেমিনা।

পূর্ববর্তী নিবন্ধঅস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার ওয়ার্নার
পরবর্তী নিবন্ধউইন্ডোজ ৭-এর মায়া কাটেনি!