পপুলার২৪নিউজ ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।
জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালীন বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ওই অনুষ্ঠিত হবে।
ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা এইচআর ম্যাক মাস্টারের বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু এজেন্সি এ তথ্য জানায়।
এছাড়াও একই দিনে আফগানিস্তান ও ইউক্রেনের রাষ্ট্রপ্রধানের সঙ্গেও বৈঠকে বসবেন ডোনাল্ড ট্রাম্প।
তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের বৈঠকে সিরিয়া ও গুলেন টেরোরিস্ট অরগানাইজেশন (ফেতো) ইস্যু নিয়ে বিশেষ আলোচনা হবে।
আরব নিউজ, ডেইলি সাবাহসহ বেশ কয়েকটি গণমাধ্যম ইঙ্গিত দিয়েছে, এরদোগান ও ট্রাম্পের ওই বৈঠকে মিয়ানমারের রাখাইন রাজ্যে মুসলিমদের ওপর রাষ্ট্রীয় নিপীড়নের বিষয়টি উত্থাপন হতে পারে।
এর আগে গত ১৬ মে হোয়াইট হাউজে এ দুই বিশ্বনেতা বৈঠকে মিলিত হন। বৈঠকে তারা পারস্পরিক সহযোগিতা ও সন্ত্রাসবাদ প্রতিরোধে ঐক্যমত পোষন করেন।
উল্লেখ্য, গত বছরের ১৫ জুলাই ব্যর্থ সেনা অভ্যুত্থান অপচেষ্টায় গুলেনপন্থীদের সরাসরি দায়ী করেছে তুরস্ক সরকার। ওই ব্যর্থ সেনা অভ্যুত্থানে ২৫০জন নিহত ও দুই সহস্রাধিক ব্যক্তি নিহত হন। রক্তাক্ত ওই ঘটনার মাস্টারমাইন্ড হিসেবে অভিযুক্ত ফেতুল্লাহ গুলেন ১৯৯৯ সাল থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।