বৃষ্টির কারণে খেলা শুরু হতে বিলম্ব

আবহাওয়া যে খারাপ হতে পারে আগে থেকেই ধারণা ছিল। বৃষ্টির আনাগোনা ছিল গতকাল থেকেই। কিন্তু সেটা যে আজ একেবারে সাত-সকালে এসে হানা দেবে, তা হয়তো ভাবতে পারেনি কেউ।

কিন্তু আজ সকাল ৮টা নাগাদ চট্টগ্রামে শুরু হয় বৃষ্টি। যদিও মুষলধারে বৃষ্টি বলা চলে না একে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে টানা দুই ঘণ্টা। থামাথামির কোনো লক্ষণই ছিল না।

অবশেষে ১০টা নাগাদ বৃষ্টি বন্ধ হয়েছে। আকাশে মেঘের আনাগোনাও নেই। উজ্জল পরিষ্কার আকাশ। ধারণা করা হচ্ছে, সাড়ে ১০টা নাগাদ মাঠ খেলার উপর্যুক্ত করে তোলা যাবে এবং এর পরপরই খেলা শুরু করা যাবে। যদিও আউটফিল্ড পুরোপুরি ভেজা। খেলার উপর্যুক্ত করতে বেশ সময়ই লেগে যাওয়ার কথা।

পূর্ববর্তী নিবন্ধছাত্রলীগের কমিটি ভেঙে দিতে বললেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধতালেবানের সঙ্গে শান্তি আলোচনা বাতিল করে দিলেন ট্রাম্প