বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১৯ রানে হারাল পাকিস্তান

পপুলার২৪নিউজ ডেস্ক:
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে দক্ষিণ আফ্রিকাকে ১৯ রানে পরাজিত করেছে পাকিস্তান।

বুধবার এজবাস্টনে চ্যাম্পিয়ন্স ট্রফির ৭ম ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফিকা।

কিন্তু পাক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৯ রান সংগ্রহ করে প্রোটিয়ারা।

দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানদের ব্যর্থতার মিছিলে শুধু ব্যতিক্রম ছিলেন ডেভিড মিলার। তিনি ৭৫ রান করে অপরাজিত ছিলেন।

পাকিস্তানি বোলারদের মধ্যে হাসান আলী ৩টি, জুনায়েদ ও ইমাদ ২ টি করে এবং মোহাম্মদ হাফিজ একটি উইকেট লাভ করেন।

২২০ রানের তুলনামূলক সহজ লক্ষ্যে খেলতে নেমে ২৭ ওভারে ৩ উইকেট ১১৯ রান সংগ্রহ করেন পাক ব্যটসম্যানরা।

এরপর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে গেলে পাকিস্তানকে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ১৯ রানে বিজয়ী ঘোষণা করা হয়।

হাসান আলীকে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার দেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমারের বিধ্বস্ত বিমানের ১৫ যাত্রী জীবিত উদ্ধার
পরবর্তী নিবন্ধবাংলাদেশের ক্রিকেটভক্তদের প্রশংসায় আইসিসি