বৃষ্টিতে পরিত্যক্ত নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ

পপুলার২৪নিউজ ডেস্ক:
চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয়দিনই দেখা গেল বৃষ্টির দাপট। শুক্রবার বার্মিংহামের এজবাস্টনে দশম ওভারে প্রথমে প্রায় দু’ঘণ্টার বৃষ্টি ‘এ’ গ্রুপের ম্যাচ কমিয়ে আনে ৪৬ ওভারে।

অধিনায়ক কেন্ উইলিয়ামসনের শতকে (১০০) নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে ২৯১ রানে অলআউট হয় ৪৫ ওভারে। শেষ সাত উইকেট হারায় তারা ৩৭ রানে।

অসি ফাস্ট বোলার জশ হ্যাজলউড ওডিআইতে ক্যারিয়ার-সেরা ছয় উইকেট নেন ৫২ রান দিয়ে।

ফের বৃষ্টির বাধায় অস্ট্রেলিয়াকে টার্গেট দেয়া হয় ৩৩ ওভারে ২৩৫ রানের। তিন উইকেটে তাদের রান যখন ৫৩, আবারও বৃষ্টি খেলা থামিয়ে দেয়। নবম ওভারের শেষ বলে হেনরিক্স আউট হতেই ফের বৃষ্টি নামে।

অস্ট্রেলিয়ার তখন ২৪ ওভারে দরকার ১৮২ রান। হাতে সাত উইকেট। দুটি উইকেট নেন মিলনে। পরে আর খেলা শুরু করা সম্ভব হয়নি। ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফির স্মৃতি ফিরে এলো। সেবারও এই একই ভেন্যুতে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টিতে। দু’দলই এক পয়েন্ট করে পেল। নিউজিল্যান্ড মনে করতেই পারে যে, তাদের জয় ছিনতাই হয়ে গেছে। অস্ট্রেলিয়া ভাবতে পারে, বড় বাঁচা বেঁচে গেছে তারা।

স্কোর
নিউজিল্যান্ড : মোট (অলআউট, ৪৫ ওভারে ) ২৯১

অস্ট্রেলিয়া- মোট (৩ উইকেটে, ৯ ওভারে) ৫৩ (বৃষ্টিতে খেলা পরিত্যক্ত)

পূর্ববর্তী নিবন্ধঅনশন করে বিয়ের পিঁড়িতে সুরবালা
পরবর্তী নিবন্ধবারবার ভারত গিয়ে কেনাকাটায় কর আরোপ