বুলবুলকে স্বপদে রাখতে হাইকোর্টের রায় বহাল

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
রাজশাহী সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে স্বপদে রাখতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। ফলে মেয়র হিসেবে দায়িত্ব পেতে আর কোনো বাধা থাকল না বলে জানিয়েছেন বুলবুলের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল হক হেলাল।

উল্লেখ্য, ২০১৫ সালে ৭ মে মোসাদ্দেক হোসেন বুলবুলকে সিটি মেয়র পদ থেকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ২০১৬ সালের ১০ মার্চ হাইকোর্ট থেকে তার বরখাস্ত আদেশ অবৈধ ঘোষণা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধখাদিজা হত্যাচেষ্টা মামলার রায় ৮ মার্চ
পরবর্তী নিবন্ধপ্রথমবারের মতো জুটিবদ্ধ তারিন ও কারার