নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার দুই ধাপের মধ্যে প্রথম ধাপের প্রাক-নির্বাচনী পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছেন ২৪ হাজার ২০৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বুয়েট ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়েছে। এতে প্রথম তালিকায় ৮ হাজার ৬৯ জন। দ্বিতীয় তালিকায় ৮ হাজার ৬৮ জন এবং তৃতীয় তালিকায়ও একই সংখ্যক শিক্ষার্থীকে প্রাক-নির্বাচনী পরীক্ষায় বসার সুযোগ পেয়েছে।
জানা যায়, এবার ‘ক’ গ্রুপে প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ থাকবে। আর ‘খ’ গ্রুপে থাকবে প্রকৌশল বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ। আবেদনকারীদের অনলাইনে আবেদন পূরণকালীন সময়ে প্রাথমিক আবেদন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে। পরবর্তীতে যেসব আবেদনকারী প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হবেন, তাদেরকে ‘ক’ গ্রুপের জন্য ৮০০ টাকা এবং ‘খ’ গ্রুপের জন্য ১ হাজার টাকা প্রদান করতে হবে। এ টাকা জমা দিয়ে প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। পরবর্তীতে মূল ভর্তি পরীক্ষার আগে আর কোনো ফি দিতে হবে না।
এর আগে গত ৩০ নভেম্বর থেকে শুরু হয় চলতি বছরের আবেদন। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বুয়েট ভর্তির ওয়েবসাইট (http://ugadmission.buet.ac.bd) এর মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন। চলতি শিক্ষাবর্ষে পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগসমূহ ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট তিনটি এবং স্থাপত্য বিভাগে একটি সংরক্ষিত আসনসহ সর্বমোট আসন সংখ্যা ১ হাজার ৩০৯টি আসন রয়েছে। প্রথম ধাপের ২০২৫ সালের প্রাক-নির্বাচনী পরীক্ষা ২৩ জানুয়ারি ও চূড়ান্ত পরীক্ষা ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।