পপুলার২৪নিউজ ডেস্ক:
স্ত্রী ও কন্যাকে হত্যার উদ্দেশ্যে কিলার ভাড়া করার পরিকল্পনা করেছিলেন ওয়াশিংটনের এক নাগরিক।
কিন্তু ভুলে কিলারকে লেখা ক্ষুদেবার্তা চলে যায় সাবেক বসের কাছে। বস দেরি না করে তৎক্ষণাৎ খবর দেন পুলিশে।
পরে পুলিশ গত সপ্তাহে ওয়াশিংটনের মুনরো থেকে জেফারি স্কট লিটলকে হত্যা পরিকল্পনার অভিযোগে আটক করেছে।
শাইনি নামের এক ব্যক্তিকে উদ্দেশ্য করে ক্ষুদেবার্তায় জেফারি লেখেন, ‘হেই শাইনি কেমন চলছে তোমার? তোমার মনে আছে নিশ্চয়, তুমি আমার স্ত্রীকে হত্যার জন্য সাহায্য করবে বলেছিলে। আমি তোমাকে সঙ্গে রাখতে চাই।’
তিনি আরও লেখেন, ‘আমি তোমাকে আমার স্ত্রীর ১ মিলিয়ন ও মেয়ের ৫ লাখ ডলারের ইন্সুরেন্সের ভাগ দেব।’
মুনরো পুলিশ ডিপার্টমেন্টের তথ্য কর্মকর্তা ডেবিস উইলিস জানান, অাটক ওই ব্যক্তি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন- হতাশা থেকে তিনি এমন ক্ষুদেবার্তা লিখে মোবাইলে সেভ করে রাখেন। কিন্তু সেটি ভুলক্রমে তার মেয়ে সাবেক বসের কাছে পাঠিয়ে দিয়েছে।
তবে পুলিশ জানিয়েছে, তারা জেফারির স্ত্রী বা কন্যা কারও নামেই কোনো বীমা খুঁজে পাননি।