নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজার আগের দিনের ধারাবাহিকতায় আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবারও সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনে অংশ নেওয়া যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে তার থেকে বেশি। এরপরও দুই বাজারেই প্রধান মূল্যসূচক বেড়েছে। তবে কমেছে লেনদেনের পরিমাণ। তবে এদিন বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারে দাম কমলেও চমক দেখিয়েছে ব্যাংক খাত। এদিন ব্যাংকের শেয়ার কিনতে আগ্রহ ছিল বিনিয়োগকারীদের। ফলে সোম ও মঙ্গলবারের মতোই আজ ও উভয় শেয়ারবাজারে ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে।
ব্যাংকের শেয়ারের পাশাপাশি প্রকৌশল ও বিদ্যুৎ ও জ্বালানি খাতের শেয়ারের দামও বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৩টির, কমেছে চার টির আর অপরিবর্তিত ছিল ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ওষুধ ও রসায়ন খাতের ৩২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯টির, কমেছে ৮টির আর অপরিবর্তিত ছিল ৩টি কোম্পানির শেয়ারের দাম।
মূল্যসূচক বাড়লেও প্রধান শেয়ারাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রায় সাড়ে তিন ডজন প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের ক্রয় আদেশের ঘর শূন্য হয়ে পড়ে। লেনদেনের প্রায় পুরো সময় এই প্রতিষ্ঠানগুলোর ক্রয় আদেশের ঘর শূন্য অবস্থায় থাকে। এতে দিনের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে প্রতিষ্ঠানগুলোর শেয়ার ও ইউনিটের দাম। গতকাল ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেন শুরুর পাঁচ মিনিটের মাথায় ডিএসইর প্রধান সূচক ১৭ পয়েন্ট বেড়ে যায়। আর লেনদেনের ১৮ মিনিটের মথায় সূচকটি বাড়ে ৩০ পয়েন্ট। এসময় দাম বাড়ার তালিকায় নাম লেখায় ৬০ শতাংশের বেশি প্রতিষ্ঠান। শুরুতে এমন ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিলেও লেনদেনের এক ঘণ্টা ১৯ মিনিটের মাথায় ডিএসইর প্রধান মূল্যসূচক ঋণাত্মক হয়ে পড়ে। অবশ্য অল্প সময়ের মধ্যে আবার ঊর্ধ্বমুখী হয় সূচক। এরপর লেনদেনের পুরো সময় সূচক ধনাত্মক থাকলেও পতনের তালিকায় নাম লেখায় বেশিরভাগ প্রতিষ্ঠান। এতে দিনের লেনদেন শেষে ডিএসইতে ১৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১৭২টির। আর ৫২টির দাম অপরিবর্তিত রয়েছে। দাম বাড়ার তালিকায় নাম লেখানো প্রতিষ্ঠানগুলোর মধ্যে তিনটির শেয়ার দাম দিনের সর্বোচ্চ পরিমাণ বেড়েছে। বিপরীতে ৩৯টির দাম দিনের সর্বনিম্ন পরিমাণ কমেছে। বেশি সংখ্যক প্রতিষ্ঠানের দরপতনের পরও দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৫০ পয়েন্টে উঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক শূন্য দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে দুই হাজার ২৯৫ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় শূন্য দশমিক ২ পয়েন্ট কমে এক হাজার ৩৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
প্রধান মূল্যসূচক বাড়লেও বাজারটিতে কমেছে লেনদেনের পরিমাণ। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৮০৫ কোটি ৬৯ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৮১৮ কোটি ৮২ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ১৩ কোটি ১৩ লাখ টাকা। ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার। কোম্পানিটির ৩৪ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছ। দ্বিতীয় স্থানে থাকা শাইনপুকুর সিরামিকসের ২৭ কোটি ৪৩ লাখ টাকার লেনদেন হয়েছে। ২৩ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো:- আনোয়ার গ্যালভানাইজিং, শাইনপুকুর সিরামিকস, বেক্সিমকো লিঃ, বিডি ফাইন্যান্স, ফু-ওয়াং ফুড, অরিয়ন ফার্মা, আরএকে সিরামিক, ইন্ট্রাকো রিফুয়েলিং, বিএসসি ও অ্যাম্বী ফার্মা।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- মেঘনা ইন্স্যুরেন্স, ইন্ট্রাকো রিফুয়েলিং, অ্যাম্বী ফার্মা, পেপার প্রসেসিং, রেনউইক যজ্ঞেশ্বর, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক, আজিজ পাইপস, সোনালী পেপার, মনোস্পুল পেপার ও অ্যাম্বী ফার্মা।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, দেশ গার্মেন্টস, বঙ্গজ লিঃ, ফরচুন সুজ, ডেফোডিল কম্পিউটার, জেনেক্স ইনফোসিস, বাংলদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, সাভার রিফ্র্যাক্টরিজ ও গ্লোবাল হেভী কেমিক্যাল।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ২৬ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ২০ কোটি ৩৮ টাকা। লেনদেন অংশ নেওয়া ২৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৬টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৩৫টির এবং ৪৮টির দাম অপরিবর্তিত রয়েছে।