পপুলার২৪নিউজ ডেস্ক:
দুই বছরের মধ্যে বিড়ির অস্তিত্ব থাকবে না অর্থমন্ত্রীর এমন বক্তব্য ও বিড়ি শিল্পের ওপর বৈষম্যমূলক শিল্প নীতির প্রতিবাদে সারাদেশের বিভিন্ন জেলায় শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। কিছু স্থানে অর্থমন্ত্রীর বিরুদ্ধে ঝাড়– মিছিল হয়েছে।
বুধবার লালমনির হাট ও কুষ্টিয়ায় শ্রমিকরা বিক্ষোভ, মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করেছে।
সকালে লালমনির হাটে বিড়ি শ্রমিক সংগ্রাম পরিষদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও ঝাড়– মিছিল করে স্থানীয় শ্রমিকরা। এতে সভাপতিত্ব করেন লালমনির হাট বিড়ি শ্রমিক সংগ্রাম পরিষদের সভাপতি আজিজার রহমান, সাধারণ সম্পাদক পনির হোসেন সহ-সভাপতি খয়বর আহমেদ, সদস্য আনোয়ার হোসেনসহঅন্য নেতৃবন্দ। বিক্ষোভ মিছিলে প্রায় ৩ হাজার নারী ও পুরুষ বিড়ি শ্রমিক অংশ গ্রহনকরেন। পরে তারা জেলা প্রশাসনের কাছে স্মারক লিপি প্রদান করেন। এদিকে কুষ্টিয়ার আল্লাুহর দরগা এলাকায় একই ঘটনার প্রতিবাদে বিড়ি শ্রমিকদের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এতে হাজার হাজার শ্র্রমিক অংশ নিয়েছে।
উল্লেখ সম্প্রতি অর্থমন্ত্রী এক রাজস্ব আলোচনায় দুই বছরের মধ্যে বিড়ির অস্তিত্ব রাখা হবে না এমন বক্তব্য রাখায় বিড়ি শ্রমিকরা ক্ষুদ্ধ হয়ে উঠে।
এই ঘটনার প্রেক্ষিতে এপ্রিল ও চলতি মাসে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এপ্রিল মাসে সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, পাবনা ও কুষ্টিয়া বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। চলতি মাসে বাগের হাট, টাংগাইল, কিশোরগঞ্জ, নেত্রোকোনায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও মে দিবসেও এ ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা।
প্রতিবাদ সমাবেশগুলোতে বলা হয়, অর্থমন্ত্রী তামাক নির্মূলের কথা না বলে বিড়ির অস্থিত্ব না রাখার ঘোষনা দিয়েছে। এতে খেটে খাওয়া মানুষের রুজি বন্ধ হয়ে যাবে। তিনি বিড়ির প্রতি ক্ষুদ্ধ হয়ে নি¤œস্তরের সিগারেটকে সুবিধা দিচ্ছেন। একই গোত্রের পণ্য হওয়ার পরেও সিগারেটের প্রতি পক্ষপাতমুলক আচরণ করছেন। এই বৈষম্যমূলক শুল্কনীতি চলতে পারে না। নেতারা আগামী বাজেটে বিড়ির ওপর যেন শুল্ক না বাড়ানো হয় সেই দাবি জানা