ঘুড়ি উৎসবে যোগ দিতে যাওয়ার পথে গঙ্গায় নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।
শনিবার সন্ধ্যায় ভারতের বিহারে নৌকাডুবির এ ঘটনা ঘটে। নৌকাটিতে ৪০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।
নিখোঁজদের সন্ধানে রবিবার সকাল থেকে ফের উদ্ধার অভিযান শুরু হয়েছে। এখন পর্যন্ত উদ্ধার ছয়জনকে পাটনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডুবুরিদের পাশাপাশি স্থানীয়রা নৌকার মাধ্যমে নিখোঁজদের সন্ধান করছেন।
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইট বার্তায় নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন। দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি ও আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
পাটনার জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জয় কুমার আগারওয়াল জানিয়েছেন, নৌকাটিতে ধারণক্ষমতার বেশি যাত্রী ছিলো।
নৌকাডুবির ঘটনার পর ঘুড়ি উৎসব বাতিল করা হয়েছে।
প্রতিবছর পৌষ সংক্রান্তিতে তিন দিনব্যাপী ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়। উৎসবে যোগ দিতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
বিহারে নৌকাডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৪
পপুলার২৪নিউজ ডেস্ক: