বিসিএস কর্মকর্তার পরিচয় দিয়ে সম্পর্ক গড়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক রিমান্ডে

পপুলার২৪নিউজ ডেস্ক:

ভুয়া বিসিএস কর্মকর্তার পরিচয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণ করার অভিযোগে ওয়ালীদ ইসলাম (৩১) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। এ ঘটনায় বৃহস্পতিবার মিরপুর থানায় ভুক্তভোগী নারীর মামলার পর তাকে আদালতের মাধ্যমে একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা ও মিরপুর থানার এসআই মো. রাসেল বলেন, আসামি ওয়ালীদ হোসেন একটি কলেজে শিক্ষকতা করেন। নিজেকে ভুয়া বিসিএস ক্যাডার পরিচয় দিয়ে ওই নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন তিনি। বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করেন, যা গোপনে মোবাইল ফোনে ধারণ করেন। ওই নারীর বিয়ের খবর পাওয়ার পর গোপনে ধারণ করা ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন আসামি। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ জানায়, চার বছর আগে বরিশালে কোচিং করার সময় এই নারীর সঙ্গে পরিচয় হয় ওয়ালীদের । এরপর দু’জনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। পরে মেয়েটি ঢাকায় চলে আসেন। একপর্যায়ে দু’জনের মধ্যে যোগাযোগ দীর্ঘদিন বন্ধ ছিল। পরে ওয়ালীদ মেয়েটির মোবাইল ফোনে যোগাযোগ করেন। মেয়েটির কাছে দাবি করেন তিনি (ওয়ালীদ) ৩৬তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

সহকারী কমিশনার (এসি) হিসেবে কর্মরত আছেন। পরে তাদের মধ্যে আবার ঘনিষ্ঠতা বাড়ে। ওই নারীর অজান্তেই ওয়ালীদ তাদের কিছু ঘনিষ্ঠ ভিডিওচিত্র ধারণ করেন। এগুলো নিজের কম্পিউটারে সংরক্ষণ করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। পরে মেয়েটি র‌্যাব-৪-এ অভিযোগ দিলে তাকে গ্রেফতার করা হয়। মামলা দায়েরের পর ওয়ালীদকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমারা যাবেন তবু ব্রেক্সিট পেছাবেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধবাহামাসে ভয়ঙ্কর চিত্রের ইঙ্গিত দিলেন মন্ত্রী