নিজস্ব প্রতিবেদক:
করোনা মোকাবিলায় বিশ্বব্যাংকের অর্থায়নের একটি প্রকল্পের আওতায় মাস্ক সরবরাহের দায়িত্ব পেয়েছে ‘সিম করপোরেশন’ নামে এক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির মহাখালী ডিওএইচএসের কার্যালয়ে অভিযান চালাচ্ছে র্যাব।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর থেকে চলছে অভিযান। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান।
তিনি জানান, একটি প্রকল্পে এন-৯৫ মাস্ক সরবরাহের জন্য সিম করপোরেশন নকল মাস্ক ক্রয় করেছে বলে সংবাদ পেয়েছি। সেই সংবাদের ভিত্তিতে অভিযান চলছে। তবে তারা এখনো প্রকল্পের কর্মীদের মাস্ক সরবরাহ করেনি।
তিনি আরও বলেন, অভিযান চলছে, প্রতিষ্ঠানটির সব কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্বব্যাংকের একটি প্রকল্পের আওতায় সরবরাহের জন্য নিম্নমানের নকল এন-৯৫ মাস্ক ক্রয় করেছে সিম করপোরেশন। নকল মাস্কগুলোর মোড়কে সিভিল গ্রেড লেখা রয়েছে।