পপুলার২৪নিউজ ডেস্ক:করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে এই পর্যন্ত এক লাখ ৯৭ হাজার দুইশ ৪৬ জন মারা গেছে। এছাড়া এদের মধ্যে সাত লাখ ৯৮ হাজার সাতশ ৭৬ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।
শনিবার (২৫ এপ্রিল) সকাল নয়টা দুই মিনিটে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানায়।
ওই সংস্থার তথ্যানুযায়ী, ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ২৮ লাখ ৩০ হাজার ৮২ জন। এদের মধ্যে ১৭ লাখ ৭৫ হাজার পাঁচশ ১১ জনের রয়েছে মৃদু সংক্রমণ। তবে ৫৮ হাজার পাঁচশ ২৩ জনের অবস্থা গুরুতর।
বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা নয় লাখ ২৫ হাজার ৩৮ জন। মারা গেছে ৫২ হাজার একশ ৮৫ জন। স্পেনে করোনা রোগীর সংখ্যা দুই লাখ ১৯ হাজার সাতশ ৬৪ জন। মারা গেছে ২২ হাজার পাঁচশ ২৪ জন।
বাংলাদেশে করোনা রোগী শনাক্ত হয়েছে চার হাজার ছয় ৮৯ জন। এদের মধ্যে মারা গেছে একশ ৩১ জন। এছাড়া সুস্থ হয়েছে ১১২ জন।