নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। অন্যতম নায়ক জোফরা আর্চার। গোটা টুর্নামেন্টে দুর্দান্ত বোলিং করেছেন তিনি। গতি, সুইং ও বাউন্সার দিয়ে পরাস্ত করেছেন নামিদামি ব্যাটসম্যানদের। ফাইনালের সুপার ওভারও করেন ক্যারিবিয়ান বংশোদ্ভূত ইংলিশ পেসার। দলকে এনে দেন নাটকীয় জয়।
তবে আর্চার বিশ্বকাপে খেলেছেন ভাইয়ের মৃত্যুর শোক নিয়ে। ৩০ মে মাঠে গড়ায় দ্বাদশ আসর। একদিন পরেই দুর্বৃত্তদের হাতে গুলিবিদ্ধ হয়ে মারা যান তার ভাই (কাজিন) আশান্তিও ব্ল্যাকম্যান। অপর ১০ ভাইয়ের চেয়ে তিনি ছিলেন গতি তারকার খুব কাছের। এ দুজন একসঙ্গেই বেড়ে উঠেছেন এবং অনেক ক্রিকেটও খেলেছেন।
ভাই ও প্রিয় বন্ধুর এমন মৃত্যু কিছুতেই মানতে পারছিলেন না জোফরা। তবে নিজের শোকটা কখনই প্রকাশ করেননি তিনি। বরং পূর্ণ মনোযোগ দেন বিশ্বকাপে। আলাদা দেশ, কৃষ্টি-কালচারের হয়েও ইংল্যান্ডের হয়ে নিজেকে নিংড়ে দিয়েছেন তিনি। পুরো টুর্নামেন্টে ২০ উইকেট নিয়ে ইংলিশদের ঐতিহাসিক শিরোপা জয়ে রেখেছেন অনন্য ভূমিকা।
দ্য টাইমসকে দেয়া সাক্ষাৎকারে আর্চারের বাবা ফ্র্যাঙ্ক বলেন, আশান্তিওর মৃত্যুর খবরে ভেঙে পড়েছিল আর্চার। তারা দুজন সমবয়সী ছিল। মারা যাওয়ার আগের দিনও তাদের কথা হয়। এমন কাছের মানুষের মৃত্যু তাকে খুব পীড়া দিয়েছে। কিন্তু সে এ কষ্ট বুকে চেপে রেখে এগিয়ে গেছে। বিশ্বকাপের সময় এটা তাকে করতেই হতো।