মাশরাফি বিন মুর্তজা মনে করেন, আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরার সামর্থ্য বাংলাদেশের আছে। তবে বিশ্বকাপ জিততে হলে সঠিক সময়ে নিজেদের সেরাটা তুলে ধরতে হবে।
সোমবার বিশ্বকাপ ও ত্রিদেশীয় সিরিজ সামনে রেখে সংবাদ সম্মেলনে আসেন মাশরাফি। হোম অব ক্রিকেট মিরপুরে ক্রিকেটের সর্বোচ্চ আসরে সমস্যা-সম্ভাবনা তুলে ধরেন তিনি।
বাংলাদেশের বিশ্বকাপ জেতার সামর্থ্য আছে কি না, এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, প্রতি ম্যাচে যেন আমরা সেরাটা দিতে পারি সেটা নিশ্চিত করতে হবে। অনেক সময় সেরাটা দিয়ে হারলে পরের দিন আরও ভালো খেলতে ইচ্ছা করে। বিশ্বকাপ জেতার সামর্থ্য অবশ্যই এই দলের আছে।
তবে এখন পর্যন্ত বড় কোনো টুর্নামেন্টের শিরোপা জিততে না পারার অনভ্যাস সেমিফাইনাল বা ফাইনালের মতো ম্যাচে বাংলাদেশ ভড়কে যেতে পারে বলে মনে করেন তিনি। বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক বলেন, সবশেষ এশিয়া কাপ জিতলে বড় টুর্নামেন্টের শিরোপা জেতার অভ্যাস হতো। এটা খুবই জরুরি। টুর্নামেন্ট জিতলে সেমিফাইনাল-ফাইনালের মতো ম্যাচ জেতা সহজ হয়। আমাদের বিশ্বকাপ জেতার সামর্থ্য অবশ্যই আছে। তবে সবকিছু নির্ভর করছে আমরা কীভাবে পরিস্থিতি মোকাবেলা করব এর ওপর।
তিনি ছাড়া বিশ্বকাপ দলের বাকি ১৪ সদস্যের বিশ্বাস আছে কি না? জবাবে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক বলেন, হ্যাঁ, বিশ্বাস আছে। আশা করি, তারা ভালো ফল করব। আগেরবার সৌম্য আসার পর তাকে নিয়েও আস্থার প্রশ্ন উঠেছিল। এবার তো তার ৪ বছরের অভিজ্ঞতা আছে। সম্প্রতি রান করেছে, বলছি না ফর্মে আছে। তবে সৌম্যরা বেশ সামর্থ্যবান। আশা করি, বিশ্বকাপ ও আয়ারল্যান্ডে ভালো করবে। সাকিব, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহরা তো সবসময়ই তা বিশ্বাস করে।