বিশ্বকাপ জিততে পারে পাকিস্তান: ভিভ রিচার্ডস

পপুলার২৪নিউজ ডেস্ক :

ঘনিয়ে আসছে বিশ্বকাপের ক্ষণ। আসছে ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে গড়াবে আইসিসি বিশ্বকাপ-২০১৯। সেই হিসাবে দুই মাসও বাকি নেই। ইতিমধ্যে ভবিষ্যদ্বাণী শুরু করে দিয়েছেন রথী-মহারথীরা। ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ভিভ রিচার্ডস মনে করছেন, এবার বিশ্বকাপ জিততে পারে পাকিস্তান।

নেপথ্যে বেশ জোরালো যুক্তি দাঁড় করিয়েছেন ভিভ। তিনি বলেন, ব্যাটসম্যানরা ভালো করলে এবার পাকিস্তানের বিশ্বকাপ জেতার ভালো সম্ভাবনা। পাক ক্রিকেটারদের প্রতিভা আছে। তাদের বোলিং ইউনিট শক্তিশালী। ব্যাটাররা সামর্থ্যের সেরাটা দিতে পারলে সরফরাজ বাহিনীর ভালো সুযোগ আছে।

পাকিস্তান দলের সবচেয়ে বড় সমস্যা অধারাবাহিকতা। তবে দলটি সবসময়ই আনপ্রেডিক্টেবল। কখন কি করে বসে আগেভাগে আন্দাজ করা মুশকিল। তাই একে কোনো সমস্যা মনে করছেন না ভিভ রিচার্ডস। উদাহরণ হিসেবে টেনেছেন গেল চ্যাম্পিয়নস ট্রফি জয়।

উইন্ডিজ দলের সাবেক অধিনায়ক বলেন,চ্যাম্পিয়নস ট্রফি জেতার আগেও পাকিস্তান অধারাবাহিক ছিল। কেউ তাদের শিরোপার দাবিদার ভেবেছিল মনে হয় না। কিন্তু দলটি দেখিয়ে দিয়েছে-৮০ শতাংশ পারফরম করতে পারলেও কি করতে পারে। সুতরাং, আসন্ন বিশ্বকাপে তাদের নিয়ে আলাদা করে ভাবতেই হবে।

তাহলে কি পাকিস্তানকেই শুধু ফেবারিট ভাবছেন? ভিভ অবশ্য বললেন, চার-পাঁচটি দলের সমান সুযোগ আছে বিশ্বকাপ জেতার। ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফির পর দেখলে আমরা দেখব-ভারত বছরজুড়েই ভালো খেলেছে। পাকিস্তান এগিয়ে এসেছে। বিশ্বের ক্রিকেট পরাশক্তিদের হারাচ্ছে। এখানে অনেক দল আছে। ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ভালো প্রতিজ্ঞা দেখা যাচ্ছে। ইংল্যান্ড তো বরবারই ভালো দল। তবে কিছু কারণে ইংলিশদের শেষটা ভালো হয় না। অস্ট্রেলিয়ার প্রতি সম্মান রাখতেই হবে। নিউজিল্যান্ড হতে পারে ডার্ক হর্স।

ভিভ রিচার্ডসের অসামান্য দক্ষতায় ও নেতৃত্বগুণে টনা দুইবার বিশ্বকাপ জেতে উইন্ডিজ। ক্রিকেটের সর্বোচ্চ আসর প্রথম বসে ১৯৭৫ সালে। টুর্নামেন্টজুড়ে বিধ্বংসী ব্যাটিংয়ে দলকে উদ্বোধনী আসরের শিরোপা জেতান তিনি। ১৯৭৯ সালের সোনালি ট্রফি জেতাতেও রাখেন অগ্রণী ভূমিকা। অনন্য দূরদর্শিতা, বিচক্ষণতা দিয়ে পরের আসরেও ওয়েস্ট ইন্ডিয়ানদের ফাইনালে তোলেন। তবে দুর্ভাগ্যবশত ভারতের কাছে শিরোপা খোয়ান।

পূর্ববর্তী নিবন্ধআগামী সপ্তাহ থেকেই অবৈধ দখল উচ্ছেদে অভিযান : আতিকুল
পরবর্তী নিবন্ধপাকিস্তানের বিপক্ষেই দলে ফিরছেন স্মিথ-ওয়ার্নার!