পপুলার২৪নিউজ ডেস্ক:
দুটি পর্বে বিশ্ব ইজতেমা ১৩-১৫ জানুয়ারি ও ২০-২২ জানুয়ারি তারিখে অনুষ্ঠিত হবে। ইজতেমার এই পুরো সময় জুড়ে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব ২৪ ঘণ্টা নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
ইজতেমা এলাকাতে সার্বিক নিরাপত্তায় দুটি সেক্টরে নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে। ইজতেমা ময়দান ঘিরে থাকবে র্যাবের ৯টি অবজারভেশন পোস্ট। থাকবে পর্যাপ্ত সংখ্যক মোবাইল টহল টিম। রাতে পর্যবেক্ষণের জন্য অবজারভেশন পোস্টগুলোতে নাইট ভিশন বাইনোকুলার ব্যবহার করা হবে।
ইজতেমা এলাকার ভিতরে ছদ্মবেশে ও পোশাকে গোয়েন্দা নজরদারিসহ, গাড়ি ও মটরসাইকেল দ্বারা টহল নিশ্চিত করা হবে। এছাড়া তুরাগ নদীতে সার্বক্ষণিক নৌ টহলের পাশাপাশি র্যাবের একটি চৌকস দল হেলিকপ্টারে ইজতেমা ময়দানকে ঘিরে আকাশপথে পর্যায়ক্রমে টহল দেবে।
পুরো এলাকা সিসিটিভি’র আওতায় এনে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। র্যাবের প্রধান নিয়ন্ত্রণ কেন্দ্র ও ইজতেমা ময়দানের নিরাপত্তার বিষয়টি সার্বক্ষণিকভাবে র্যাব সদর দফতর থেকেও মনিটরিং করা হবে।
ইজতেমায় উপস্থিত মুসুল্লিদের জরুরি চিকিৎসার জন্য র্যাবের অ্যাম্বুলেন্সসহ মেডিকেল টিম থাকবে। নারী মুসল্লিদের প্রয়োজনীয় সহায়তার জন্য পর্যাপ্ত সংখ্যক মহিলা র্যাব সদস্যদেরও প্রস্তুত রাখা হয়েছে।
ইজতেমা এলাকার আশেপাশে ছিনতাই, পকেটমার, মলমপার্টি ও বিভিন্ন দুর্ঘটনা এড়াতে ইন্টারমিডিয়েট টহল টিম সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করবে। নৌপথে যেকোনও বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে দুইটি স্পিডবোটে টহল পরিচালনা করা হবে।
এদিকে ইজতেমায় আসা বিদেশি অতিথিদের নিরাপত্তার জন্য বিদেশি খিত্তা এলাকায় অবৈধ অনুপ্রবেশ রোধ করা হবে।
এছাড়াও যেকোনও পরিস্থিতি মোকাবিলার জন্য র্যাবের স্কোয়াড, ডগ স্কোয়াড ইজতেমা ময়দানে অবস্থান করবে ও স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। ইজতেমা ময়দানে সন্দেহভাজন সব স্থান ও ব্যক্তিদের ব্যাগ ও বিছানাপত্র তল্লাশি করবে র্যাব।