পপুলার২৪নিউজ ডেস্ক:
বিরল রেকর্ড গড়লেন পাকিস্তানের মিডল-অর্ডার ব্যাটসম্যান ইউনুস খান।ক্রিকেট জন্মের পর থেকে তিনিই একমাত্র ব্যাটসম্যান যিনি টেস্ট খেলুড়ে ১১টি দেশের বিপক্ষে শতক গড়ার গৌরব অর্জন করেছেন।
শেষ টেস্টের তৃতীয় দিন বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ইউনুস খান অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ারের ৩৪তম শতক তুলে নেন।
আর এই শতকের পথেই ৩৯ বছর বয়সী বিরল এই রেকর্ডের মালিক হলেন। শতকের ইউনুস খানের দলও ভালো অবস্থানে রয়েছে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৫৩৮ রানের জবাবে প্রতিবেদন পর্যন্ত পাকিস্তান প্রথম ইনিংসে করেছে ৬ উইকেটে ২৪৪ রান।
এর আগে ভারতের ‘দ্য ওয়াল’খ্যাত রাহুল দ্রাবিড় ১০টি দেশের বিপক্ষে শতক করার রেকর্ড গড়েছিলেন।
কিন্তু ইউনুস খান পূর্ণাঙ্গ সদস্য ১০টি দেশ ছাড়াও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শতক করেছেন।
ইউনুস খান আরও একটি মাইলফলকের সামনে রয়েছেন। এই টেস্টের আগে তিনি ১১৪ টেস্টে ৯ হাজার ৭৮৯ রান করেছেন। আর ২১১ রান করতে পারলেই ইউনুস খান ১০ হাজারি ক্লাবের সদস্য হবেন।
অবশ্য শতক করে ইউনুস খান অপরাজিত আছেন ১২২ রানে।