বিরতির পর শুক্রবার ফের মাঠে গড়াচ্ছে বিপিএল

স্পোর্টস ডেস্ক : দেখতে দেখতে শেষ হয়ে এলো বিপিএলের সিলেটপর্ব। ২৬ ও ২৭ জানুয়ারির পর মাঝে একদিন ছিল বিরতি। ২৯ এবং ৩০ জানুয়ারির পর বিরতি ছিল দুইদিন।

দুইদিনের বিরতি কাটিয়ে আগামীকাল (২ ফেব্রুয়ারি) ফের মাঠে গড়াচ্ছে বিপিএল। সিলেটপর্বে বাকি খেলা আর দুইদিন। তারপর বিপিএল চলে যাবে আবার ঢাকার মিরপুরে।

সিলেটে শুক্রবার ছুটির দিন দুটি ম্যাচ। প্রথম ম্যাচ স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে দুরন্ত ঢাকার। ম্যাচটি শুরু হবে দুপুর দুইটায়।

দিনের দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাতটায়, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স মোকাবেলা করবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের।

সিলেট স্ট্রাইকার্স এবারের বিপিএলে ভীষণ খারাপ অবস্থায় আছে। পাঁচ ম্যাচের পাঁচটিতেই হেরেছে স্বাগতিকরা। ঘরের মাঠেও ভাগ্যবদল হচ্ছে না তাদের। এরই মধ্যে রাজনৈতিক ব্যস্ততায় বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুনের নেতৃত্বে ভাগ্যবদলের আশায় দুরন্ত ঢাকার বিপক্ষে খেলতে নামবে সিলেট। ঢাকার অবস্থাও খুব ভালো নয়। চার ম্যাচে তারা মাত্র একটি জিতেছে। সিলেটের পর চলতি বিপিএলে সবচেয়ে বেশি ধুঁকছে ঢাকাই। সিলেটের তাই সুযোগ অবশেষে জয়ের ধারায় ফেরার।

অন্যদিকে তারকাসর্বস্ব কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়েও এগিয়ে রয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এবারের বিপিএলে শুভাগতহোমের দল পাঁচ ম্যাচের চারটিই জিতেছে, লিটন দাসের কুমিল্লার চার ম্যাচে জয় দুটি। এই ম্যাচটিতেও তাই হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাসী আয়ে ইসলামী ব্যাংকের নতুন রেকর্ড
পরবর্তী নিবন্ধইংল্যান্ড স্কোয়াডে পাকিস্তান বংশোদ্ভুত শোয়েব