বিনোদন ডেস্ক:
সাত পাকে বাঁধা পড়লেন এই সময়ের জনপ্রিয় গায়ক অনুভ জেইন। দীর্ঘদিনের বান্ধবী হৃদি নারাংয়ের সঙ্গেই জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন ‘তুম মেরি হো’ খ্যাত গায়ক।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) গায়ক তার বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে। এই বিশেষ দিনে অনুভ তার প্রেমিকার সঙ্গে একাধিক হৃদয়গ্রাহী মুহূর্ত শেয়ার করেছেন।
বিয়ের ছবি শেয়ার করে আনুভ তার গান “যো তুমি মেরে হো”র লিরিক্স উল্লেখ করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আর হ্যা দেখো এখানে কিভাবে এসেছিল দুই হৃদয়ের এই বরাত হে।’
বিয়ের অনুষ্ঠানে অনুভের পোশাক ছিল বেজ শেরওয়ানি এবং হৃদির পোশাক ছিল লাল লেহেঙ্গা। অনুভ তার প্রি-ওয়েডিং উৎসবের কিছু মুহূর্তও শেয়ার করেছেন। অনুভ তার স্ত্রীর পরিচয় নিয়ে কোনও বিস্তারিত তথ্য শেয়ার করেননি।
তবে তার বিয়ের ফটোগ্রাফার রাহুল সাহারান অনুভ এবং তার স্ত্রীর ছবি শেয়ার করে ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘ধন্যবাদ অনুভ এবং হৃদিকে আমাদের পরিবারের মতো একসাথে বিয়ে উদযাপন করতে পেরেছি।’